adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জলে গেলো ১২০০ টন লবণ

jahajডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় এমভি নাফিজ নামে লবণ বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। জাহাজটির তলা ফুটো হয়ে যাওয়ায় ১ হাজার ২০০ টন লবণ সমুদ্রের পানিতে মিশে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে কর্ণফুলীর নেভাল একাডেমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চালক জাহাজটিকে রক্ষায় শেষ চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় অর্ধ ডুবন্ত অবস্থায় জাহাজটিকে কর্ণফুলী দক্ষিণ পাড়ে আনায়োরা উপজেলার পারকিচরে নোঙ্গর করতে বাধ্য হয়। তবে জাহাজের ১২ নাবিক নিরাপদে কূলে উঠতে সক্ষম হয়েছে।
এমভি নাফিজের মাস্টার (চালক) ফরিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকাল ১১টার দিকে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জন্য ১ হাজার ২০০ টন লবণ নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি নারায়ণগঞ্জের দিকে যাত্রা করে। যাত্রার পর পরই কর্ণফুলী নদীর মোহনায় নেভাল একাডেমি এলাকায় জাহাজের সামনে অংশ ফুটো হয়ে যায়। এ সময় জাহাজের নাবিকরা হেজে পানি ঢুকার ইঙ্গিত পান। কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজের হেজে পানি ঢুকে পড়ায় জাহাজটিকে নিরাপদে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হই। পরে নদীর দক্ষিণ পাড়ে পারকিবিচে নোঙ্গর করি। এ সময় জাহাজের ১২ নাবিক নিরাপদে কূলে উঠতে সক্ষম হলেও জাহাজে থাকা ১ হাজার ২০০ টন লবণ পানিতে গলে শেষ হয়ে যায়। অর্ধ ডুবন্ত অবস্থায় জাহাজটি পারকির চরে আটকা পড়ে আছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া