adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোহিতের রেকর্ড ২৬৪ রানের ইনিংস

স্পোর্টস রেকর্ড : শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের ইনিংসটি এখন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যানের।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনসে উপস্থিত দর্শকদের বিস্ময়াভিভূত করে ১৭৩ বলে ২৬৪ রানের ইনিংস খেলে বীরেন্দর শেবাগের রেকর্ড ভেঙে দেন রোহিত। শেবাগের রেকর্ডটি ছিল ২১৯ রানের। রোহিতের অস্বাভাবিক ব্যাটিংযে সেটাকেই এখন মনে হচ্ছে অনেক কম রান।
ওয়ানডে ক্রিকেটে এটি রোহিতের দ্বিতীয় দ্বিশতক। এই কৃতিত্বও নেই কোনো ব্যাটসম্যানের। ওয়ানডে ক্রিকেটে দ্বিশতক করা অন্য ব্যাটসম্যান হলেন রোহিতেরই স্বদেশি শচীন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেটে সবার আগে দ্বিশতক করেন টেন্ডুলকার। ভারতের সাবেক এই ব্যাটসম্যান করেছিলেন ২০০ রান। ২১৯ রান করে টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ইনিংসের মালিক হয়ে যান শেবাগ। এরপর ২০৯ রান করে ওয়ানডেতে তৃতীয় দ্বিশকটি করেছিলেন রোহিত, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া