adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোববার টোকাই কাবাডি টুর্নামেন্ট শুরু

WA_SP_02(1)হুমায়ুন সম্রাট : সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও কিশোরদের নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওয়ালটনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী রবিবার   থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন ৪র্থ টোকাই কাবাডি টুর্নামেন্ট। দেশের টোকাই শিশুদের নিয়ে আয়োজিত এই কাবাডি টুর্নামেন্টের সাথে প্রথম বারের মত সম্পৃক্ত হয়েছে ওয়ালটন। অনূর্ধ-১৮ বছর বয়সি শিশু-কিশোরদের নিয়ে আায়োজিত এই টুর্নামেন্টে দুটি গ্র“পে বিভক্ত হয়ে মোট ৬টি দল অংশ গ্রহন করছে। ক-গ্র“পে রয়েছে- স্টেডিয়াম টোকাই দল, রহমতগঞ্জ টোকাই, খিলগাঁও টোকাই। খ-গ্র“পের  দল গুলো হলো- লালবাগ টোকাই, আগারগাঁও তালতলা ও গুলিস্থান টোকাই দল।  আগামী রবিবার সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধনী দিনে প্রথম খেলায় মুখোমুখি হবে স্টেডিয়াম টোকাই ও রহমতগঞ্জ টোকাই দল। পল্টন কাবাডি স্টেয়িামে উক্ত টুর্নামেন্ট চলবে ১৬-১৯ নভেম্বর পর্যন্ত। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুই গ্রুপের শীর্ষ পয়েন্ট অর্জনকারী দল প্রতিদন্দ্বীতা করবে ফাইনালে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১৫হাজার টাকা। রানার্স আপ দল পারে ১০হাজার টাকা। এছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে উৎসাহ পুরস্কার হোম অ্যাপ্ল্যায়েন্স প্রদান করা হবে। টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর.বি. গ্র“পের  এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর আনিসুর রহমান সেলিম, ফেডারেশনের সভ-সভাপতি নিজাম উদ্দিন পারভেজ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো: আমজাদ হোসেন মজনু ও সম্পাদক মো: স্বপন খানসহ অন্যান্যরা। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া