adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বৈঠক মুলতবি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক মুলতবি ঘোষণা করেছেন। কিশোরগঞ্জের জনসভা শেষে তিনি আবারো বৈঠক করবেন। 
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। রাত এগারটার দিকে কোনো বক্তব্য না দিয়ে বৈঠক মুলতবি করেন খালেদা জিয়া।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে খালেদা জিয়া কোনো বক্তব্য রাখেননি। কিছু সিনিয়র নেতাদের বক্তব্য তিনি মনযোগ দিয়ে শুনেন। নেতারা গত ৫ জানুয়ারির নির্বাচনে আন্দোলন নিয়ে কথা বলেন। এছাড়া তারা আগামীতে কী করণীয়, আন্দোলনের রূপরেখা, কৌশল নিয়ে খালেদা জিয়ার কাছে মতামত তুলে ধরেন। 
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আরো ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, মেজর (অব.) হাফিজ উদ্দিন, আলতাব হোসেন চৌধুরী, সেলিমা রহমান, অ্যাডভোকেট হারুনুর রশিদ, এম মোর্শেদ খান, শমসের মুবিন চৌধুরী। 
এছাড়া বৈঠকে যুগ্ম মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. শাহজাহান, মিজানুর রহমান মিনু, সালাউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 
দলের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন-  গোলাম আকবর খন্দকার (চট্টগ্রাম বিভাগ), মুজিবুর রহমান সরোয়ার  (বরিশাল বিভাগ), মশিউর রহমমান (খুলনা) হারুনুর রশিদ (রাজশাহী), আসাদুর হাবিব দুলু (রংপুর) এবং সিলেটের ডা. সাখাওয়াত হাসান  জীবন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া