adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একশ’ ব্রাঞ্চ বন্ধ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

আন্তর্জাতিক ডেস্ক : মুনাফা ঝুঁকিতে থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আগামী বছর নাগাদ বিশ্বব্যাপী তাদের একশটি ব্রাঞ্চ বন্ধ করবে। এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ব্রাঞ্চগুলো বন্ধ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বিশ্বব্যাপী ব্যাংকটির এক হাজার দুইশর বেশি ব্রাঞ্চ রয়েছে। ব্রাঞ্চগুলো বন্ধের ফলে প্রতিষ্ঠানটির বার্ষিক ৪০ কোটি ডলার খরচ কমবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। হংকংয়ে বিনিয়োগকারীদের সঙ্গে শুরু হওয়া তিন দিনব্যাপী আলোচনার প্রথম দিন স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) এ সিদ্ধান্তের ঘোষণা দেয় যুক্তরাজ্যের ব্যাংকটি।
মূলত, এশিয়া কেন্দ্রিক ব্যাংকটি বিশ্ববাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। চলতি বছর প্রতিষ্ঠানটি তিনবার মুনাফা সংক্রান্ত সর্তকতার কথা জানিয়েছে। আলোচনায় এক প্রেজেনটেশনে ব্যাংকটির ফাইন্যান্স ডিরেক্টর অ্যান্ডি হালফোর্ড বিনিয়োগকারীদের বলেন, সম্প্রতি সময়ে ব্যাংকের পারফরম্যান্স নিয়ে আমরা হতাশ। তবে স্থিতাবস্থা, মুনাফা বৃদ্ধির বিষয়ে আমরা বদ্ধপরিকর।
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির পরিচালন মুনাফা কমেছে ১৬ শতাংশ।  ব্যবসার পুনর্গঠন, খারাপ লোনের পরিমাণ বৃদ্ধির ফলে মূলত মুনাফা কমেছে। চলতি বছর লন্ডন শেয়ার বাজারে ব্যাংকটির শেয়ারের মূল্য ৩০ শতাংশের বেশি কমেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া