adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিটনেসবিহীন গাড়ি তুলে দিতে বিআরটিএর অভিযান- ভোগান্তিতে নগরবাসী

 
10431494_888585997832853_1102885349120447670_n বিআরটিএর অভিযান, ভোগান্তিতে নগরবাসীনিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত যান বন্ধ, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করতে রাজধানীর তিনটি পয়েন্টে তিন জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)। ফলে রাজধানীতে সৃষ্টি হয়েছে ব্যাপক গণপরিবহন সঙ্কট। সদুদ্দেশ্যে পরিচালিত অভিযানের প্রকারান্তরে শিকার হয়েছে কর্মজীবী মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেখা মিলছে না গণপরিবহনের। বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটেই রওনা হচ্ছেন গন্তব্যে। আবার কেউ রিকশায় চড়ছেন দ্বিগুণ ভাড়া দিয়ে।

সোমবার সকাল থেকে মতিঝিল, পল্টন, কাকরাইল, বিজয়নগর, ফার্মগেটসহ রাজধানীর সব গুরুত্বপূর্ণ এলাকায় এমন চিত্র। মূলত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বসানোর খবর পেয়ে গতকাল রোববার দিবাগত রাত থেকেই বেশিরভাগ গণপরিবহন গ্যারেজে বসিয়ে রেখেছেন। আর যারা আগে খবর পাননি তারা সকালে গাড়ি বের করলেও জানার সঙ্গে সঙ্গে যাত্রীদের মাঝপথে নামিয়ে গ্যারেজে চলে গেছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে কর্মক্ষেত্রে যাওয়া মানুষদের।
রাস্তায় বেশক’জনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই বাস থেকে নামিয়ে দেয়া হয়েছে। এমনই একজন হলেন রুবেল। তিনি পড়াশুনা করেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সপ্তাহের অন্যান্য দিনের মতো আজও ক্লাস শুরু হওয়ার এক ঘণ্টা আগে বেরিয়েছেন। পথে এসে বাসও পেয়েছেন। কিন্তু সেই বাসে চড়ে খুব বেশি দূর যাওয়া হয়নি।
এদিকে বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থান করা বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে আসা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেন, ‘আজ রাজধানীর কাওরানবাজার, মানিকমিয়া এভিনিউ এবং গাবতলীর ভ্রাম্যমাণ আদালতে মোট মামলা হয়েছে ৭৭টি। জরিমানা করা হয়েছে ৯৫ হাজার টাকা। আর সাজা দেয়া হয়েছে দু’জনকে।’

মন্ত্রী বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি ছিল যে সড়কে ব্যাটারিচালিত যানের কারণেই দুর্ঘটনা বেশি ঘটছে। তাই আমরা এই ভ্রাম্যমাণ আদালত বসিয়েছি। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালকদের শনাক্ত করতেও কাজ করা হচ্ছে।’
মন্ত্রী আরো বলেন, ‘এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি, রাজধানীসহ সারা দেশেই বিআরটিএ এ অভিযান পরিচালনা করছে। আমি সকালেই এখানে আসতাম। কিন্তু সকালে মেট্রোরেল প্রকল্পের চুক্তি চূড়ান্ত করার সভা থাকায় আসতে দেরি হলো। তাছাড়া রাতে পদ্মাসেতু প্রকল্প চূড়ান্ত করতে আরো একটি সভা রয়েছে।’
এদিকে ভ্রাম্যমাণ আদালতের কারণে যাত্রীদের দুর্ভোগের ব্যাপারে যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাত্রীদের নিরাপদ যাত্রার নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। তাদের যাতে কোনো ভোগান্তি না হয় সে জন্য আজ রাজধানীতে ১১টি বিআরটিসি বাস চলছে।

তবে বাসগুলো কোন কোন রুটে চলছে সে ব্যাপারে মন্ত্রী নির্দিষ্ট করে কিছু বলেননি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া