adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরামবাগ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

01হুমায়ুন সম্রাট : ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সাবেক তারকা ফুটবলারদের প্রতিষ্ঠান সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম ম্যাক্স অনূর্ধ ১০-১২ ফুটবল উতসবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আরামবাগ ফুটবল একাডেমি। রানার্স আপ হয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। বিজয়ী দল ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ এসসিকে। খেলার ৩মিনিটে আরামবাগের পক্ষে জয় সূচক গোলটি করে রহিম। পাশাপাশি দু দলের মধ্যকার ফাইনাল খেলায় সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন তিনি।
চ্যাম্পিয়ন দল আরামবাগ পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি প্রাইজমানি পেয়েছে ৩০ হাজার টাকা। রানার্স আপ দল বাংলাদেশ স্পোর্টিং ক্লাব পুরস্কার হিসেবে পেয়েছে  ট্রফি ও ২০ হাজার টাকার প্রাইজমানি। প্রথম সেমিতে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৫-৩ গোলে ফরহাদ স্মৃতি টাঙ্গাইল দলকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে আরামবাগ ফুটবল একাডেমি ১-০ গোলে আসাদুজ্জামান ফুটবল একাডেমি মাগুরাকে হারিয়ে ফাইনালে উঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়,এমপি। এসময় উপস্থিত জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়, ম্যাক্স গ্র“পের প্রতিনিধি মো: মঞ্জুরুল করিম মনজু, সোনালী অতীত ক্লাবের সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আসলাম, সহসভাপতি ও ফুটবল উতসব কমিটির চেয়ারম্যান হাসানুজ্জামান খান বাবলু, সোনালী অতীত ক্লাবের ক্রীড়া সম্পাদক আহসান উল্লাহ মন্টু, কো-অডিনেটর নুরুল হক মানিক ও বাফুফের কোচ আলতাফ উল হক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া