adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালী উপজেলার আনন্দ স্কুলে কোটি টাকা লুট

indexজামাল জাহেদ, মহেলখালী (কক্সবাজার) : বর্তমান সরকার ঝড়ে পড়া ছাত্র/ছাত্রীদের ভবিষ্যত জীবন ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১১ সালে মহেশখালি উপজেলায় শিশুদের জন্য প্রতিষ্ঠিত করেন রস্ক প্রকল্পের আওতায় শিশুবান্ধব আনন্দ স্কুল। প্রতিষ্ঠার পর ২/১ মাস ঠিকভাবে পরিচালিত হলেও এরপর থেকে শুরু হয় শিক্ষার্থী প্রাপ্য উপবৃত্তি টাকা আত্মসাৎ, স্কুলগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মনিটরিংয়ের অভাব, শিক্ষকদের স্কুল ফাঁকি, শিক্ষার্থীদের অনুপস্থিতি, শিক্ষা উপকরণ, স্কুল গৃহের ভাড়া, পোশাকের টাকা থেকে কোটি টাকা লুটপাটের খরব পাওয়া গেছে। এসব লুটপাটে টাকা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের ম্যানেজার ও কম্পিউটার অপারেটর এমনকি দারোয়ানের কাজে পৌঁছে যাচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন বা রস্ক প্রকল্পের মহেশখালি তে ২৫২টি স্কুল রয়েছে। মহেশখালি শিক্ষা অফিসের কতিপয় দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা তথাকথিত স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উপবৃত্তি, পোশাক, শিক্ষা উপকরণ, ঘরভাড়া, শিক্ষকদের বেতন প্রভৃতি খাতে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা বিতরণে অনিয়মের আশ্রয় নিয়ে অর্থ আতসাৎ করার ষড়যন্ত্র  করে আসছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। এ প্রেক্ষিতে গত অর্থ বছরের জুলাই-জুন সময়ের বরাদ্দকৃত প্রায় ৫ কোটি টাকা এ প্রকল্প খাতে জমা হয়। ছাত্র/ছাত্রীদের মাঝে বরাদ্দকৃত উপবৃত্তির টাকা বাবৎ জনপ্রতি ১০৮০ টাকা থাকলেও গুটি কয়েক নাম সর্বস্ব স্কুল প্রতি ১০/১২ছাত্র/ছাত্রীদের ৫০০ টাকা ধরিয়ে দিয়ে বাকি সমস্ত থাকা শিক্ষা কর্মকতা, শিক্ষক, ব্যাংক ম্যানেজার, ব্যাংকের কম্পিউটার অপারেটর ভাগবাটোয়ারা করেছে। যা দেখার বা বলার কেউ নেই। ঘটিভাংগা গ্রামের আনন্দ স্কুলের শিক্ষক সরওয়ার কামাল জানান, আসলে কে কি করে জানি না, এসব আমাদের মাথায় আসে না, ছাত্রছাত্রী ও স্কুল ছাড়া প্রতি মাসে মাসে ভুয়া রেজুলেশন দেখিয়ে প্রতি মাসে বেতন নেয় পাচ্ছে। মাষ্টাররোলে ৩৫ জন ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ১০৮০ টাকা করে দেওয়ার কথা থাকলেও মাত্র ১০ জন করে শিক্ষার্থীকে ৫০০ টাকা করে বিতরণ করে বাকী শিক্ষার্থীর টাকা সহ বিতরণকৃত শিক্ষার্থীদের নিকট থেকেও ৫৮০ টাকা করে আতসাৎ করার অভিযোগ করেন। আনন্দ স্কুলের উপজেলা মনিটরিং কর্মকর্তা (টিসি) মোহামমদ লতিফের নেতৃত্বে সোনালী ব্যাংক মহেশখালি শাখার কর্মকর্তাদের  যোগসাজসে উপবৃত্তি টাকা বিতরণ করার সময় প্রায় অনিয়ম হয় বলে জানান। কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, আনন্দ স্কুলের যাবতীয় টাকা তারা দাপটের সাথে ইচ্ছামতো লুটপাট করে যাচ্ছে। আনন্দ স্কুলের বিভিন্ন খাত থেকে মোটা অংকের টাকা সহ শিক্ষকের মাসিক ভাতা উত্তোলনে তাকে দিতে হয় জনপ্রতি দেড় থেকে দু’হাজার টাকা। টিসি লতিফ ক্ষমতার প্রভাব দেখিয়ে আনন্দ স্কুলের ২৫২ জন শিক্ষক/শিক্ষিকার কাজ থেকে প্রতি মাসে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। যার কোন জবাবদিহি নেই। নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষিকা অভিযোগ করে বলেন,  গত ৮ মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। যার কারণে শিক্ষার্থীদেরকে পাঠদান দিতে সমস্যা সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে শিক্ষা উপকরণ ও শিক্ষা উপবৃত্তিও পাচ্ছে না স্কুলের শিক্ষার্থীরা। সবকিছু মিলে মহেশখালি উপজেলা আনন্দ স্কুলের শিক্ষা কার্যক্রম মারাততক ব্যাহত হয়ে সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। এসব অভিযোগের কারণে দায়িত্বপ্রাপ্ত ইএসপি‘দের সরিয়ে দিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা অফিস ২০১৪ সাল থেকে দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল হক ভারপ্রাপ্ত দুর্নীতির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ২৫২টি আনন্দ স্কুল প্রথমে চালু হলেও বিভিন্ন অনিয়মের কারণে বাদ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে এবং চেষ্টা করা হচ্ছে সঠিক মনিটরিংয়ের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদেরকে যথাযথ পাঠদান দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার। আগামী ২০১৫ সালে রস্ক প্রকল্পের আওতায় আনন্দ স্কুলের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া