adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সোনালী অতীত ক্লাবের ফুটবল উতসব শুরু

03হুমায়ুন সম্রাট : ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সাবেক তারকা ফুটবলারদের প্রতিষ্ঠান সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্র“পের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হয়েছে “ম্যাক্স অনূর্ধ ১০-১২ ফুটবল উৎসব। প্রথমবারেরমত আয়োজিত দুই দিন ব্যাপি ক্ষুদে ফুটবলারদের এই উতসব অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল উতসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্র“পের এমডি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। আরো উপস্থিত ছিলেন সোনালী অতীত ক্লাবের সভাপতি বাদল রায়, সেক্রেটারী শেখ মোহাম্মদ আসলাম, সহ-সভাপতি ও ফুটবল উৎসব কমিটির চেয়ারম্যান হাসানুজ্জামান খান বাবলু, সোনালী অতীত ক্লাবের ক্রীড়া সম্পাদক আহসান উল্লাহ মন্টু ও কো-অডিনেটর নুরুল হক মানিকসহ অন্যান্যরা। সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত সেভেন এ সাইড এই ফুটবল উতসবে ৪টি গ্র“পে বিভক্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে। এই ১৬ দলের মধ্যে প্রথম দিনে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ৮টি দল। এ-গ্র“প থেকে সখিপুর ফুটবল একা: ও আরামবাগ ফুটবল একা: (বি)। গ্র“প-বি থেকে বাংলাদেশ এসসি ও ফরহাদ স্মৃতি ফুটবল একা:। সি-গ্র“প থেকে আসাদুজ্জামান ফুটবল একা: ও আরামবাগ ফুটবল একা: (এ)। এবং ডি-গ্র“প থেকে তোতা স্পোর্টিং ক্লাব ও ক্রিয়েটিভ ফুটবল একাডেমি। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মোট ২৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের উল্লেখযোগ্য ফলাফল: গ্র“প-এ’তে ব্রাদার্স ইউনিয়ন (নারায়নগঞ্জ) ১-০ গোলে হারায় ভূইয়া ফুটবল একাডেমিকে। বি-গ্র“প- মদনগঞ্জ ফুটবল একাডেমি গোল শূন্য ড্র করে ফরহাদ স্মৃতি ফুটবল একাডেমির সাথে। সি-গ্র“পে আসাদুজ্জামান এফএ ২-১ গোলে পরাজিত করে মোনেম মুন্না স্মৃতি ফুটবল একাডেমিকে। ডি-গ্র“পে জাহিদ স্মৃতি সংসদ গোল শূন্য ড্র করেছে তোতা স্পোর্টিং ক্লাবের সাথে। গ্র“প-বি’তে কমলাপুর ফুটবল একাডেমি গোল শূন্য ড্র করেছে মদনগঞ্জ ফুটবল একাডেমির সাথে। গ্র“প-ডি’তে নিজেদের দ্বিতীয় খেলায় জাহিদ স্মৃতি সংসদ ৩-০ গোলে হারায় খিলগাঁও প্রগতি সংঘকে। গ্র“প-সি’তে পাওয়ারম্যান এফ এ গোলশূন্য ড্র করে মোমেন মুন্না স্মৃতি ফুটবল একাডেমির সাথে। এ-গ্র“পে সখিপুর ফুটবল একাডেমি গোল শূন্য ড্র করেছে ভূইয়া ফুটবল একাডেমির সাথে। তবে গ্র“প-ডি’তে ক্রিয়েটিভ ফুটবল একাডেমি ৩-০ গোলে হারিয়েছে খিলগাঁও প্রগতি সংঘকে। উল্লেখ্য সোনালী অতীত ক্লাব আয়োজিত দুই দিন ব্যাপি ক্ষুদে ফুটবলারদের ম্যাক্স অনূর্ধ ১০-১২ ফুটবল উৎসব শেষ হবে রবিবার। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া