adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার থেকে মার্সেল টি-২০ কর্পোরেট ক্রিকেট

হুমাযুন সম্রাট : দেশের স্বনামধন্য ২৮টি কর্পোরেট হাউসকে নিয়ে আগামী ১৪ইং নভেম্বও শুক্রবার থেকে শুরু হচ্ছে মার্সেল টি-২০ কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। উদায়াচল ক্লাব ইকবাল রোডের আয়োজনে এবং এসিমস্ এর ব্যবস্থাপনায় ঢাকার ৩টি ভেন্যুর ৬ টি মাঠে এই টুর্নামেন্টের খেলা গুলো অনুষ্ঠিত হবে।  মোট ২৮ টি দল ৭টি গ্র“পে বিভক্ত হয়ে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করছে। খেলা গুলো অনুষ্ঠিত হবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠ, মোহাম্মদপুর ঈদ গাহ্ মাঠ এবং লালমাটিয়া বয়েজ স্কুল মাঠ। আগামী ১৪ই নভেম্বর শুক্রবার টুর্নামেন্টের উদ্ভোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। 
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে : ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, ম্যারিকো, ইস্টার্ণ ব্যাংক, আই.ডি.এল.সি, বেক্সিমকো টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, কম্পিউটার সোর্স লিমিটেড, ডি.বি.এল গ্র“প, আনোয়ারা গ্র“প, বাংলা ক্যাট লিমিটেড, ওয়ালটন, এপোলো হসপিটালস ঢাকা লিমিটেড, ওকাপিয়া মোবাইল, কনফিন্ডেস গ্র“প, আইএফআইসি ব্যাংক, রিলায়্যান্স ইন্সুরেন্স লিমিটেড, এল.এম.এরিকসন, রানার গ্র“প, নিটল মটরস লিমিটেড, বানদো ডিজাইন, রেস ম্যানেজমেন্ট পি.এল.সি, রবি, এনার্জি প্যাক, কোকাকোলা, ইউরোপা গ্র“প, আলিফ গ্র“প, গ্রীণ ডেলটা ইন্সুরেন্স ও লংকা বাংলা  সিকিউরিটিস। প্রতিযোগীতার মূল পৃষ্ঠপোষক মার্সেল। কো-স্পন্সর ওয়েলিয়ো। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা । এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল মার্সেলের পক্ষ থেকে উপহার হিসেবে পাবে যথাক্রমে একটি ৩২ ইঞ্চি এবং একটি ২৮ ইঞ্চি এলইডি টিভি। প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচ পাবে মার্সেলের পক্ষ থেকে উপহার ও ক্রেস্ট। এছাড়া গ্রীণ ডেলটা ইন্সুরেন্স প্রতিযোগীতায় ইন্সুরেন্স পার্টনার হিসাবে ছয় শতাধিক খেলোয়াড়ের ১ লাখ টাকা করে ১ বছরের এক্সিডেন্টাল ইন্সুরেন্স সেবা দিবে। ম্যান অব দ্য সেমিফাইনাল এবং ফাইনাল এর জন্য ৫০ হাজার টাকার স্বাস্থ্যবীমা এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য ৫ লাখ টাকার ব্যক্তিগত এক্সিডেন্ট বীমা প্রদান করবে।  টুর্নামেন্টের বেভারেজ পার্টনার কোকাকোলা ইন্টারন্যাশনাল লিমিটেড। লাইফ স্টাইল পার্টনার হিসাবে থাকবে সুগন্ধী কোম্পানী আল-হারামাইন বাংলাদেশ। টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে ১৬ লাখ টাকা । এর মধ্যে পৃষ্ঠপোষক মার্সেল প্রদান করবে ১০লাখ টাকা। শনিবার টুর্নামেন্ট উপলক্ষে বিওএ’র অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী আবুল এহসান আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর.বি. গ্র“পের এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এসএম জাহিদ হাসান,এক্সিকিউটিভ ডিরেক্টর, মোঃ হুমায়ুন কবির,এক্সিকিউটিভ ডিরেক্টর। মার্সেলের হেড অফ মার্কেটিং মোশারফ হোসেন রাজিব। ওয়াফি এস.এম.খাঁন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, গ্রীণ ডেলটা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, মোঃ মনির হোসেন হেড অফ মার্কেটিং, ওয়েলিয়ো। জাবেদ আনোয়ার, ভাইস প্রেসিডেন্ট ডেল্টা লাইফ ইন্সুরেন্স কো: লি:। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া