adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসে শিক্ষক আটক

FB-QUESTION-pic ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসে শিক্ষক আটকনিজস্ব প্রতিবেদক : চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকের মাধ্যমে ফাঁস করার অভিযোগে বগুড়ায় এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল থেকে তাকে আটক করা হয়।
আটক শিক্ষকের নাম মাসুদ ইবনে কাউছার। তিনি বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুলের সহকারী শিক্ষক ও রাজশাহীর বাঘা উপজেলার দাতপুর গ্রামের বাসিন্দা। প্রায় তিন বছর আগে সহকারী শিক্ষক হিসেবে ওই স্কুলে যোগদান করেন।
পুলিশ জানায়, শিক্ষক মাসুদ ইবনে কাউছার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলমান জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তা শেয়ার করেন। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার পর দুপুরে পুলিশ তাকে স্কুল থেকে আটক করে সদর থানায় নিয়ে আসেন।
আটক মাসুদ ইবনে কাউছার জানান, একটি ফেসবুক আইডি থেকে এ ধরনের একটি পোস্ট দেখে কৌতুহলবশতঃ সেটাতে লাইক এবং শেয়ার করেন।

বগুড়া সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জব্বার বাংলামেইলকে জানান, ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে স্কুলশিক্ষক মাসুদ ইবনে কাউছারকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুয়াযী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া