adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের ঈদ-পুজার পুনর্মিলনী অনুষ্ঠান

securedownloadমেলবোর্ন (অস্ট্রেলিয়া) প্রতিনিধি : প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মোলবোর্নে বঙ্গবন্ধু পরিষদ একই সঙ্গে আয়োজন করলো ঈদ পূনর্মিলনী ও পুজা উদযাপন অনুষ্ঠান। গত পয়লা  নভেম্বর ফ্লেমিংটন কমিউনিটি সেন্টারে বিশাল এই অসর অনুষ্ঠিত হয়। সফল এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক মেলবর্নবাসীর স্বতঃস্ফুর্ত উপস্থিতি যেনো বাঙ্গালীর মিলনমেলায় পরিণত হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও সেকুলারিজম ধারণ করে মুসলিম সমাজের ঈদ-পরবর্তী এবং হিন্দু ধর্মাবলম্বীদের পুজা-পরবর্তী পুনর্মিলনী একই আঙিনায় আয়োজনে আতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন আয়োজকদের। অতিথিদের সুবিধার্থে ভিক্টোরিয়া পুলিশ তাদের সহায়তা প্রদান করেন। পরিষদের প্রেসিডেন্ট গোলাম সারোয়ারের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েষ্টার্ণ মেট্রোপলিটান গ্রীনস এম, পি, কলীন হার্টলান (ডবংঃবৎহ গবঃৎড়ঢ়ড়ষরঃধহ এৎববহং গচ ঈড়ষষববহ ঐধৎঃষধহ) এবং বিশেষ বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ান গ্রীনস হাউস অফ রিপ্রেজেনটেটিভ মি অ্যাডাম ব্যানডট। তারা বঙ্গবন্ধু পরিষদের এ মহতী উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও আজীবন সদস্য প্রদ্দুত দে তুহীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপদেষ্টা আনোয়ার হোসেন। 
স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ওবায়েদ রাহমান। বঙ্গবন্ধু পরিষদ মেলবর্ন অষ্ট্রেলিয়া ইনক-এর নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাররাম আলী শিশির। সাংস্কৃতিক সম্পাদক পলাশ কুমার দত্তের তত্তাবধানে অতিথিদের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শায়ন এবং লিপিকা দাস। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সঙ্গীতের পাশাপাশি কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশন সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে ভিডিও প্রোজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চিত্র দেখানো হয়। এ অংশটি সফলভাবে প্রক্ষেপণ করান ভাইস প্রেসিডেন্ট শামসুল আলম ফিরোজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নূরুল হক টিকু, হুসাইন জুটু, আব্দুল্লাহিল বাক্বী, আরিফ, খায়রুল আলম মাসুদ, শারমিনা আকতারী, রাসেল ভুঁইয়া, আনোয়ার হোসেইন, আ হ ম শিশির, শামিউল পারভেজ লিপু, নাসিমা আকতারী, শিল্পী দে, রাসেল শাহ, তৌহিদ সুমন, তুহিন তারিকুল ইসলাম খান প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ‘আমানিয়া রেস্টুরেন্ট’ এর সৌজন্যে  আতিথিদের ডিনার পরিবেশন করা হয়। শুরুতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন লিপিকা দাস এবং পরিশেষে র‌্যাফল ড্র এর পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে সভাপতি গোলাম সারোয়ার অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন। বঙ্গবন্ধু পরিষদ আগামীতে ২০শে ডিসেম্বর নোবেল পার্ক এ কারাওয়াতা কমিউনিটি  সেন্টারে এক বিশাল বিজয় মেলা অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানের বিশদ বাংলাদেশি দোকানগুলোতে পাওয়া যাবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া