adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে শিক্ষার্থীদের পেটালো ছাত্রলীগ

ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাবির টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে শুক্রবার সকালে পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
হামলার শিকার আন্দোলনকারী শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, সালমান খান, খন্দকার আহসান হাবিব জানান, সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক অপরিচিত লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ওরা শিবির বলে মারধর শুরু করেন। হামলার আগে তারা পুলিশের সঙ্গে কথা বলেন।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী কয়েক শিক্ষার্থী অভিযোগ করেন, এ হামলার ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত।
এ ব্যাপারে ওই হল শাখার সভাপতি দারুস সালাম শাকিল জানান, এ হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত না।
এ ব্যাপারে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান, হামলার ঘটনার বিষয়ে কিছুই জানেন না তিনি। জানলে পরে তিনি জানাবেন।
ঘটনাস্থলে উপস্থিত নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী জানান, হামালা ঠেকানোর কোনো পরিস্থিত তাদের ছিল না। যারা হামলা করেছে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মনে হয়।
ঢাবির প্রক্টর অধ্যাপক আমজাদ আলী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার কথা স্বীকার করেছেন। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা, সে ব্যাপারে কিছুই বলেননি তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া