adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘টিআইবির নিয়োগ বাণিজ্যের অভিযোগ দুঃখজনক’

‘নিয়োগ বাণিজ্যের অভিযোগ দুঃখজনক’নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অভিযোগ সঠিক নয়। তাদেও এই মন্তব্য খুবই দুঃখজনক। 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় ফেডারেশন অব দি এশিয়া অ্যান্ড ওশানিয়া পেরিনেটাল সোসাইটিজের চার দিনব্যাপী কংগ্রেস কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি এ কর্মশালার আয়োজন করে।
১৮তম এ কংগ্রেসের প্রতিপাদ্য হচ্ছে এমডিজি পরবর্তী মা ও শিশু স্বাস্থ্যরক্ষার অঙ্গীকার নবায়ন। নাসিম বলেন, ‘টিআইবির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। তাদের অভিযোগ সত্যি হলে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কোনো ভুলত্র“টি হলে আপনারা ধরিয়ে দিন। কিন্তু ঢালাওভাবে অভিযোগ করবেন না।’
তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন নিয়োগ বাণিজ্য বন্ধ হয়েছে বলেই এমন অভিযোগ করা হচ্ছে। যদি এ প্রতিবেদনের সত্যতা না পাওয়া যায়, তাহলে আমরা বুঝে নেব, এটা উদ্দেশ্যমূলক।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা দিতে কাজ করে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ফ্রি স্বাস্থ্যসেবা দিচ্ছে সরকার। চিকিৎসকদের নিজ নিজ জেলায় নিয়োগ দেওয়া হচ্ছে। তারপরও টিআইবির অভিযোগ দুঃখজনক।’
তিনি বলেন, ‘হৃদরোগ চিকিতসায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এখন এ রোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় না।’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির মহাসচিব অধ্যাপক লায়লা আরজুমান বানু। সভাপতিত্ব করেন বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সভাপতি জাতীয় অধ্যাপক এম আর খান।
প্রতি দু’বছর পরপর এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। ২০১২ সালে অস্ট্রেলিয়াতে ১৭তম আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছর ১৮তম আন্তর্জাতিক কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। ২০১৬ সালে ফেডারেশন অফ দি এশিয়া অ্যান্ড ওশানিয়া পেরিনেটাল সোসাইটিজের ১৯তম আন্তর্জাতিক কংগ্রেস তাইওয়ানে অনুষ্ঠিত হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া