adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আইন করে হরতাল বন্ধ করার দরকার নেই’

unnamed আইন করে হরতাল বন্ধ করার দরকার নেইনিজস্ব প্রতিবেদক : ‘আইন করে হরতাল বন্ধ করার দরকার নেই’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আইন করে হরতাল বন্ধ করার দরকার নেই। আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের এ হরতাল বেআইনি এবং রাষ্ট্রবিরোধী। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’ আজ সকালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ‘আইন করে হরতাল বন্ধ করা হবে কি না’ সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। প্রসঙ্গত, ২ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের ডাকা হরতালের কারণে তা কয়েক দফা পেছানোর পর আজ শুরু হয়েছে । মন্ত্রী কেন্দ্রে প্রবেশের সময় উপস্থিত অভিভাবকরা হরতালের কারণে পরীক্ষা পেছানো এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তাদের আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন-শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ঢাকা শিক্ষাবোডের চেয়ারম্যান দিলারা হাফিজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। নহিদ বলেন, ‘এবার সঙ্কটের মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়েছে। গত বছরও আমাদের এ সঙ্কট মোকাবেলা করতে হয়েছে। এত কিছুর মধ্যেও শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিচ্ছে।’ হরতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা দেশকে পরাধীন করতে চেয়েছিল, মানুষ হত্যা করেছিল তারাই হরতালের নামে মানুষ হত্যা করছে। এদের হিংস্রতা থেকে শিক্ষার্থীদের বাঁচাতেই পরীক্ষা পেছানো হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া