adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাড়ে ৪ বছর ধরে বাহরাইন হাসপাতাল হিমঘরে পড়ে আছে বাংলাদেশির লাশ

টাকার অভাবে সাড়ে ৪ বছর লাশ হিমঘরেডেস্ক রিপোর্ট : টাকার অভাবে সাড়ে চার বছর ধরে বাহরাইন মানামা সিটির সালমানিয়া হাসপাতালের হিমঘরে পড়ে আছে চাঁদপুরের রফিকুল ইসলামের লাশ।
২০১০ সালের ১৬ ফেব্র“য়ারি হƒদরোগে আক্রান্ত হয়ে মারা যান রফিকুল। কিন্তু কাগজপত্র (আকামা) নবায়ন না থাকায়ব্যক্তিগত চেষ্টায় লাশ ফেরত আনা সম্ভব হচ্ছে না বলে জানান পরিবারের সদস্যরা।
তাদের দাবি, বেশ কয়েকবার বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হয়েছে কিন্তু ঘুষ না দেওয়ায় দূতাবাস থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি। মৃত রফিকুল ইসলামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের ব্রাহ্মণছোঁয়া গ্রামে। বাবার নাম আবদুল মজিবর। স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে রয়েছে রফিকুলের।
পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গত ১৬ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। ২০১০ সালের ১৫ ফেব্র“য়ারি রাতে হƒদরোগে আক্রান্ত হন তিনি। পরে সহকর্মী পলাশ, ফারুক ও বাদল রাতেই তাকে বাহরাইনের সালমানিয়া হাসপাতালে ভর্তি করেন। চিকিতসাধীন অবস্থায় রফিকুল ইসলাম ভোর ৪টায় মারা যান।
মৃত রফিকুল ইসলামসহ সহকর্মীদের আকামার নবায়ন না হওয়ায় সবাই বিপাকে পড়েন। হাসপাতালে রফিকুলের লাশ রেখে তারা গ্রেফতারের ভয়ে পিছু হটেন। রফিকুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম বলেন, ‘আমার ভাই আলম। সে বাহরাইনে থাকত। লাশ আনার জন্য আলম কিছু চাঁদা তুলেছিল। পরে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। কিন্তু তারা ঘুষ চেয়েছিল।’
তিনি বলেন, ওই দেশের অফিসাররা এক হাজার দিনার ঘুষ চেয়েছিল। দিতে না পারায় তারা কোনো সহযোগিতা করেনি। এ ছাড়া কাগজপত্র ঠিক না থাকায় তারা আলমকে গ্রেফতারের ভয়ও দেখায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ কেন করেননি জানতে চাইলে নিলুফা বলেন, ‘ঢাকায় যাওয়ার সামর্থ্য নেই। আমাদের টাকা নাই, বড় লোকজন নাই, আবার নাকি কাগজপত্র ঠিক নেই। কোনো ঝামেলা হলে আমাদের দেখবে কে?’

রফিকুলের ছোট ছেলে শাহাদাত বলেন, ‘বাবাকে ছোটবেলায় দেখেছি। চেহারাটা মনে পড়ছে না। বাবার মৃতদেহ হিমাগারে পড়ে রয়েছে। আমাদের সাধ্য নাই বলেই বাবার মৃতদেহটা দেখা হচ্ছে না।’
প্রতিবেশী মুসা সাত্তার পলাশ বলেন, ‘আমি রফিকুলের সঙ্গে বাহরাইন থাকতাম। সে অসুস্থ হওয়ার পর তাকে আমরা হাসপাতালে ভর্তি করি। মারা যাওয়ার পর কাগজপত্রে গরমিল থাকায় লাশ হাসপাতালে রেখে চলে আসি। আকামা না থাকায় আমাকেও ১৫ দিন জেল খাটতে হয়। এরপর দেশে ফিরে আসি।’
বাহরাইন ফেরত পলাশ বলেন, ‘বাংলাদেশ অ্যাম্বাসি একটু আন্তরিক হলে এত বছর লাশ পড়ে থাকত না। ১২ বছর পূর্ণ হলে রফিক ভাইয়ের মৃতদেহ হাসপাতাল কর্তৃপক্ষ দাফন করে ফেলবে। এখনও সুযোগ আছে। সরকার যদি চেষ্টা করে তবে লাশ দেশে আনা সম্ভব।’

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুরশিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভুক্তভোগী পরিবার আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া