adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বানরের বিয়ে!

image_105066_0আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ভারতের একটি গ্রামে বেশ ঘটা করেই দুই বানরের বিয়ে দেয়া হয়েছে। সেখানে অতিথি হিসেবে ছিলেন ওই গ্রামের দুই শতাধিক মানুষ। সোমবার সন্ধ্যায় বিহার প্রদেশের বেটিয়াহ জেলায় হিন্দু রীতিতে এই বিয়ে সম্পন্ন হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, বানর দুটির বিয়ের আয়োজন করেন তাদেরই মালিক। পুরুষ বানরটিকে তিনি নিজের ‘পালক ছেলে’ হিসেবেই মনে করেন।
বিয়েতে কনের পোশাক ছিল কমলা রঙের ফ্রক ও বরের পোশাক ছিল হলুদ রঙের টি-শার্ট। হিন্দু পুরাণে বানরকে সম্মানজনক দৃষ্টিতে দেখা হয়।
১৩ বছর বয়সী পুরুষ বানরটির নাম রামু ও কনের নাম রামদুলারী। বিয়ের সময় দুইজনকেই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আনুষ্ঠানিকতা শেষে তাদের মালিক বানর দুইটির শিকল খুলে দেয়।
বিয়ের পর একটি জিপ গাড়ির ছাদে করে তাদের পাড়া ঘোরানো হয়। বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার সঙ্গে গান-বাজনাও ছিল। লোকজন লাইন দিয়ে বর-কনেকে দেখে গেছেন। বিয়ের আয়োজনে রীতিমতো কার্ড বিলি করে মানুষকে দাওয়াত দেয়া হয়েছে।
তিন ছেলের জনক ও বানরের মালিক দিন মজুর উদেশ মাহতো বলেন, রামু আমার বড় ছেলের মতো। তাই আমি তাকেই প্রথমে বিয়ে দিলাম।
সাত বছর আগে নেপাল থেকে রামুকে কিনে নিয়ে এসেছিলেন মাহতো। পরে গ্রামের একটি মেলা থেকে তিনি রামদুলারীকে কেনেন। সূত্র: বিবিসি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া