adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয় হাতছাড়া করেও শীর্ষে চেলসি

সংগৃহীতস্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্লোভেনিয়ার দল মারিবোরের বিপক্ষে খেলতে নেমে বেশ বড়সড় ধাক্কা খেল ইংলিশ প্রিমিয়ারের দল চেলসি। মারিবোরের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে চেলসি। ম্যাচে অতিথি হয়ে মারিবোরের বিপক্ষে খেলতে নেমে প্রথমে পিছিয়ে পড়ে চেলসি। হোসে মরিনহোর শিষ্যরা ম্যাচের ৫০ মিনিটে গোল হজম করে। তবে, ব্লুজদের হয়ে ৭৩তম মিনিটে সমতাসূচক গোলটি করেন সার্বিয়ান মিডফিল্ডার নেমানজা ম্যাটিক।
প্রথমার্ধের ১৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। অধিনায়ক জন টেরি আর ম্যাটিকের ওয়ান টু ওয়ান পাসের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমার্ধে কোনো দল গোল না পেলে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০তম মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন আজিম ইব্রাহিমি। ফলে, ১-০ গোলের লিড নেয় মারিবোর। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এনকে মারিবোরের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরা চেলসির গোলটি আসে ম্যাচের ৭৩তম মিনিটে। কর্নার থেকে টেরির হেডে বল পান ম্যাটিক। ২৬ বছর বয়সী এই সার্বিয়ান তা থেকে গোল করতে ভুল করেননি। ম্যাচের ৮৬তম মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল হোসে মরিনহোর ছাত্ররা। পেনাল্টির সুযোগকে কাজে লাগাতে পারেননি ইডেন হ্যাজার্ড। তার নেয়া শটটি রুখে দেন মারিবোরের গোলরক্ষক জেসমিন হানদানোভিচ। এর আগে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে মারিবোরকে ৬-০ গোলে হারিয়েছিল চেলসি। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্র“পে শীর্ষেই রইল চেলসি। ‘জি’ গ্র“পের অন্য ম্যাচে শালকেকে ৪-২ গোলে হারিয়েছে স্পোর্টিং।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া