adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দারুণ পারফরমেন্স র‌্যাবের – সাংবাদিক পেটালো, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে সংবাদকর্মীকে র‌্যাবের মারধর (ভিডিওসহ)ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সদস্যদের বিরুদ্ধে স্থানীয় সংবাদপত্র ‘দৈনিক বিজয়ের প্রতিধ্বনি’র সংবাদকর্মী দ্বীন ইসলাম (২৮)-কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সদর উপজেলার কটিয়াদী বাজারে মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী এলাকায় তাজিয়া মিছিল শেষে সদর উপজেলার হাতিরথান গ্রামের এক যুবকের সঙ্গে বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামের অপর এক যুবকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যার পর কটিয়াদী বাজারে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সদস্যরা ঘটনাস্থলে আসে।
সংবাদকর্মী দ্বীন ইসলাম সংঘর্ষ থামাতে র‌্যাব সদস্যদের কাছে অনুরোধ জানান। কিন্তু র‌্যাব সদস্যরা উল্টো শতাধিক লোকের সামনে দ্বীন ইসলামকে মারধর করে। ঘটনার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও লস্করপুর ইউপি চেয়ারম্যান আলী আমজাদসহ অনেকে। তাদের সামনেই র‌্যাব তাকে আটক করে গাড়িতে করে তুলে নিয়ে যায়। রাত ১০টায় গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাত ১১টার দিকে পুলিশ দ্বীন ইসলামকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
হাসপতালে চিকিতসাধীন আটক দ্বীন ইসলাম অভিযোগ করেন, কোনো অপরাধ না করার পরও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের অনুরোধে র‌্যাব সদস্যের পা ধরে ক্ষমা চান। এরপরও র‌্যাব তাকে শত শত লোকের সামনে পিটিয়েছে। শুধু তাই নয়, র‌্যাব তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে আবারও মারধর করে। এতে তিনি হাত, পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

এদিকে এ ঘটনায় দ্বীন ইসলামের গ্রামের বাড়ি কটিয়াদী এলাকার অন্তত ১০ গ্রামের লোকজন বুধবার সকালে হবিগঞ্জ শহরে র‌্যাবের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক বলেন, র‌্যাব সদস্যরা তাকে জানিয়েছেন, তাদের (র‌্যাবের) সঙ্গে খারাপ ব্যবহার করায় তারা দ্বীন ইসলামকে পিটিয়েছে।
এ ব্যাপারে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার স্কোয়াডন লিডার মোসাব্বির রহমান বলেন, দ্বীন ইসলাম র‌্যাবের সঙ্গে মারামারি করতে উদ্যত হওয়ায় তাকে আটক করা হয়েছে। দ্বীন ইসলাম সদর উপজেলার উত্তর সুলতানশী গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া