adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্র ফেরাবে জাতীয় পার্টি

Ershad এরশাদ দেশে গণতন্ত্র ফেরাবে জাতীয় পার্টিনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে। ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি। বর্তমানে দেশের তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টিই আছে।’
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী খেলার মাঠে জাতীয় পার্টি ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘বর্তমানে দেশে নারীদের অবস্থা অসহনীয়। জাতীয় পার্টি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। মানুষকে দেখানো হচ্ছে আমরা শিক্ষিত জাতি। কিন্তু আমরা শিক্ষিত জাতি নই।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘সমস্ত ক্ষমতা আজ আমলাকেন্দ্রিক। ক্ষমতা আমলাদের হাতে চলে গেছে। আমরা আমলাতন্ত্র চাই না, গণতন্ত্র চাই। গণতন্ত্র আছে শুধু ভোটের দিন। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে গণতন্ত্র ফিরিয়ে আনবে। নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচনের আরো ৪ বছর বাকি আছে। এর মধ্যে আমাদের প্রস্তুত হতে হবে।

নির্বাচন পদ্ধতির পরিবর্তন দাবি করে তিনি বলেন, ‘এই নির্বাচন পদ্ধতি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।

জাপা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও আবু হোসেন বাবলা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া