adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘সান্ত্বনা’ ফর্মুলা, বিচারতো অন্তত হয়েছে, জুতাতো মেরেছি

141024101629যায়নুদ্দিন সানী : ‘গণজাগরণ’ কেন তৈরি হয়েছিল? সেই সময় অনেকেই এই প্রশ্নটি করতে চেয়েছেন, তবে উদ্দাম স্রোতে এই প্রশ্নটি হারিয়ে গেছে। অথবা তাদের গায়ে লাগানো হয়েছে কোনো ট্যাগ ‘বিচার বানচাল করতে চায়’ কিংবা ‘জামায়াত’ বা ‘নব্য রাজাকার’। প্রশ্নটা কিন্তু থেকে গেছে। থেকে যাওয়ার কারণ হচ্ছে, সত্যি কথাটা বলা সম্ভব না। বলা সম্ভব না, কাদের মোল্লাকে দেয়া যাবজ্জীবন সাজাটি সাজানো কিংবা জামায়াত আর আওয়ামীদের একটি ডিল ছিল। মুখে বলা হয়নি, তার মানে এই নয় যে, কথাটা কেউ ভাবেনি। যদিও আওয়ামীরা বেশ ঢাক-ঢোল পিটিয়ে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিল, তবে অচিরেই টের পেল, তাদের মুরোদ। অর্থনীতি থেকে শুরু করে সবকিছুতে তাদের যে বিস্তার জামায়াত ঘটিয়েছে, এখন আর তাদেরকে ঘাঁটানো সম্ভব না। আবার রণে ভঙ্গ দিলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। তাই সম্ভবত ফর্মুলা ছিল বাচ্চু রাজাকার টাইপ হালকা কিসিমের লোকদের দেয়া হবে ফাঁসি আর বাকিদের যাবজ্জীবন। কিভাবে এই কাজ করা হবে, তা নিয়ে বলাও সম্ভব না। কারণ সেক্ষেত্রে আঙ্গুল তুলতে হয় বিচারালয়ের দিকে আর নয়তো আইনজীবীদের দিকে। একটায় রয়েছে আদালত অবমাননার ঝুঁকি আর অন্যটায় আওয়ামীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়ার ঝুঁকি। তাই, ‘কেন এই জমায়েত?’ এই সোজা প্রশ্নটির সোজা উত্তরটা কেউ দেয়নি। ফলে মূল যে সমস্যাটা, তা থেকে গিয়েছিল। আওয়ামীদের সাহসের সমস্যা। প্রথমদিকে কিছুদিনের জন্য মনে হয়েছিল, বোধহয় তারা সিদ্ধান্ত পাল্টাবে, সাহস দেখাবে। কিন্তু অচিরেই তারা বুঝে গেল, পারা যাবে না। এদিকে জামায়াত এই বিচারের সাথে খুব সুন্দরভাবে ইসলাম ধর্মকে মিশিয়ে দিল। নিজেরা নামতে পারবে না দেখে আমদানি করল, ‘হেফাজত’। নিজেদের ক্যাডারদের সরাসরি না নামিয়ে আনা হলো আপাত নিরীহ মাদ্রাসার ছাত্রদের। আর গণজাগরণকে ফেলল মজার এক সমস্যায়। বেশ পরীক্ষিত এক সমস্যা। ৯২য়ে ঘাতক দালালের আন্দোলনকে আলোচনা থেকে সরাতে বেশ কাজে দিয়েছিল। ‘নাস্তিক’ কিংবা ‘ধর্ম অবমাননা’ ইস্যু। সেবার বলির পাঁঠা হন তসলিমা নাসরিন। এবার হলো রাজিব। নাস্তিক এসব ব্লগাররা এতদিন ধরে এসব ধর্মবিদ্বেষী লেখালেখি করলেও এবং তা নিয়ে কোনো উচ্চবাচ্য না থাকলেও হঠাত করে হেফাজতের মনে পড়ে গেল এই ব্লগারদের কথা। এর পরের কার্যক্রমও বেশ র“টিন মাফিক। ধর্মীয় স্লোগান  ইসলামকে রক্ষার শপথ এবং যথারীতি গণজাগরণের বিরুদ্ধে বিষোদগার। জনগণ একত্রিত করা জামায়াতের জন্য কখনই সমস্যা ছিল না। বিশাল জমায়েতও করে ফেলল। এবং গণজাগরণও ফাঁদে পা দিল। আপ্রাণ বোঝানোর চেষ্টা করল, আমরাও ধার্মিক। কে কে নামাজ পড়ে, তার বর্ণনা আসল, মঞ্চে শুরু হলো ধর্মীয় বাণীর প্রচার। আলোচনায় চলে আসল, আমার দেশ, মাহমুদুর রহমান, নব্য রাজাকারঃ. এবং হারিয়ে গেল মূল ইস্যু। আসলে, গণজাগরণ কখনই প্রতিপক্ষের পরবর্তী পরিকল্পনার কথা ভাবেনি, ভেবেছে শুধু নিজেদের কথা। তারচেয়েও বড় কথা, একত্রিত হওয়া বিভিন্ন অংশের চাওয়া পাওয়া ছিল ভিন্ন। বামদের সুবিধা ছিল, সরকারকে চাইলেই তারা তিরস্কার করতে পারছে, কিন্তু ছাত্রলীগ কিংবা সরকারের লেজ জাতীয় ছাত্র সংগঠনের পক্ষে সেটা সম্ভব না। বামরা চাইছিল, এই আন্দোলনকে পুঁজি করে রাজনীতিতে আবার একটা অবস্থান তৈরি করার। বিএনপির ছেড়ে দেয়া ফাঁকা মাঠটা দখল করা। কিন্তু সরকারি দলের ছাত্র সংগঠনের সঙ্গী হয়ে সেটা সম্ভব না। আবার ওদের ছেড়ে দিয়ে নিজের পায়ে চলার সামর্থ্যও তাদের নেই। এই দোলাচালে, অম্লমধুর সম্পর্ক নিয়ে চলছিল আন্দোলন। বিশাল জমায়েত আর উš§াদনা দেখে সরকার হিসেব করেছিল, গণজাগরণ হয়তো অনেক ভোট এনে দেবে। হেফাজতও দেখাল, তারাও পারে। দ্বন্দ্বে পড়ে গেল আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক। হেফাজতকে রাজি করানোর আপ্রাণ চেষ্টা হলো। অবশেষে এলো সেই রাত। সেই রাতে কি হয়েছিল, কিংবা সেই রাতের আগে কি ডিল হয়েছিলঃ. সঠিকভাবে কেউই বলছেন না। তবে এরপর দৃশ্যমান আর কোনো আন্দোলন হেফাজত করেনি এবং গণজাগরণের ওপর থেকেও সরকারি আশীর্বাদ উঠে যায়। আওয়ামী ও তাদের লেজদের ছাত্র সংগঠন পিছু হটার বাহানা খুঁজছিল। এবং অচিরেই গণজাগরণ হয়ে উঠলো একটি তামাশার নাম। চেতনা হয়ে উঠল একটি ‘গালি’র নাম। এরপর থেকে শুরু হলো মজার এক খেলা। ‘সান্ত্বনা’ খেলা। পদে পদে পরাজয় এবং সেই পরাজয় শেষে কিছু একটা বলে সান্ত্বনা পাওয়ার ফর্মুলা। গোলাম আযমের যাবজ্জীবনের পর ব্লগ আর ফেসবুকে চললো গালিগালাজের মহড়া। কে কত নতুন গালি আবিষ্কার করতে পারে। প্রথম কিছুদিন গালির লক্ষ্যবস্তু ছিল সরকার আর জামায়াত। এরপর নামল সান্ত্বনা পার্টি। ‘নব্বই বছর’তো দিতে পেরেছে, বিএনপিতো তাও দিতো না। ওরাতো তাদের গাড়িতে পতাকা দিয়েছিল। আরও কিছুদিন পর শুরু হলো  এই বিচারকে যারা ‘অ্যামবুশ’ বলছে, তাদেরকে গালি। আওয়ামীদের কোনো ভুল ধরলেই সে হয়ে যেতে শুরু করল জামায়াত বা নব্য রাজাকার। এরপর এলো একটি ফাঁসি এবং একটি নির্বাচন। আবারো সেই ‘সান্ত্বনা’ ফর্মুলা। ঠিকঠাক নির্বাচন হলে ওরা চলে আসবে। তাই যত ন্যক্কারজনক কাজই হোক, সমর্থন করতে হবে। এরপর এলো সাঈদীর রায়। গণজাগরণ তখন রীতিমতো বিধ্বস্ত। চেতনা তখন রীতিমতো একটি তামাশার নাম। ‘বিরিয়ানি’ কিংবা ‘চাঁদাবাজি’ এসব গল্প তখন বাতাসে ভাসছে। নাস্তিক ইস্যু তখন আর জর“রি না। হেফাজতও নাই, মাহমুদুর রহমানও নাই, বিএনপিতো নাইই। তারপরও তাদের ডাকে কেউ এলো না। সরকারও বুঝল ‘মাখন খাওয়া’ শেষ, এবার ছুড়ে ফেলার সময় এসে গেছে। চলল লাঠিচার্জ। এবং যথারীতি তখনও সান্ত্বনাঃ. ‘সাহস করে কেবল আমরাই তো মাঠে নেমেছি’। চেতনাপন্থিরা দুটো ব্যাপার বুঝে গেছে। তাদের বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই। তাদের ডাকে বেরিয়ে আসার লোকও নেই। আর তেমনটা হলে, পাবলিসিটি পাওয়ার তেমন কোনো সুযোগও নেই। পিয়াস করিম জাতের ‘সফট টার্গেটে’র শহিদ মিনারে যাওয়া আটকে সেই ‘সান্ত্বনা’ ফর্মুলার ঢোল আরেকবার বাজাল। এরপর ডাক দিল, গোলাম আযমের জন্য। ভেন্যু, বায়তুল মোকাররম। যদিও জানে তাদের মুরোদ নেই, তারপরও ডাকল। না ডাকলে প্রেস্টিজ থাকে না, আর ডেকে কিছু করার মতো কোমরের জোর এখন আর তাদের নেই। যদি সফল নাও হই ‘সান্ত্বনা’ ফর্মুলাতো আছেই ‘বিরোধিতাতো করেছি’। যথারীতি আবার ফ্লপ। মহাসমারোহে হয়ে গেল জানাজা। জামায়াতের, জনতা কিংবা তাদের ক্যাডার সংগ্রহের ক্ষমতা জানার পরও এ ধরনের বয়কটের ডাক দিয়ে যে কোনো লাভ হবে না, তা তারা জানে। ‘ফর্মুলা’ রেডি ছিল, জানাজার পর সেখানে আসা লোকদের গালিগালাজ করা, কিংবা জুতা ছোড়া? সেগুলোই হলো। চেতনাপন্থিরা আজকাল এসব করেই কিছু হাততালি জোটায়, কারো কারো কাছে নিজেকে বীর প্রমাণ করে। এতে হয়তো তাদের মনের ঝাল মেটে আর ভার্চুয়াল জগতের ক্ষেত্রে বলা যায় ফেসবুকে কিছু লাইক জোগাড় করা যায়, সেখানে প্রমাণ করা যায়, স্বাধীনতার স্বপক্ষের শক্তি। ব্যাস ওই পর্ ন্তই। এক বিন্দুও সত্যিকারের দূরদর্শিতা নেই, নেই এই ভয়ঙ্কর শক্তিকে মোকাবিলা করার কোনো পরিকল্পনা। যুদ্ধাপরাধী গ্র“প ঠিক যতটা ‘ওয়েল প্ল্যানড’, স্বাধীনতার স্বপক্ষ গ্র“প ঠিক ততটাই ছত্রভঙ্গ। বামরা ব্যস্ত দল ভাঙতে আর নয়তো পা চাটতে। আওয়ামীরা আছে নিজের গদি নিয়ে। ‘বিচার করে দেব’ এসব বলে ভোট নিয়েছিল আর গণতন্ত্র হত্যা করে, নিজেদের আসল চেহারা দেশবাসীকে দেখিয়ে দিল। ক্ষমতায় হয়তো তারা টিকে আছে, তবে মুক্তিযুদ্ধপন্থিদের সবাইকেই দেশবাসীর কাছে অপরাধী করে দিয়েছে। কেবল হাতে ধরিয়ে দিয়েছে একটি ‘সান্ত্বনা’ঃ যেমনই হোক, বিচারতো করেছি, জুতাতো মেরেছি। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া