adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাদায় ডুবল গাড়ি

1414437062787_wps_4_PIC_APEX_27_10_2014_This_আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সমারসেটে বেরো বিচে একটি টয়োটা কার কাদায় আঁটকে গেলে তাকে তাতক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন কিভাবে গাড়িটিকে সৈকত থেকে ডাঙ্গায় তোলা যায় সে নিয়ে শলাপরামর্শ করছে উদ্ধারকর্মীরা। গত শনিবার রোববার ওই সৈকতে ২২ বছরের যুবক তার টয়োটা সেলিকা গাড়িটি নিয়ে সৈকতে বেড়াতে যাওয়ার পর এ দুর্ঘটনায় পড়েন। তিনি কিছু টের পাওয়ার আগেই গাড়িটির চাকা কাদায় আটকে যায়। এরপর বেশ চেষ্টা করে তিনি গাড়িটি ডাঙ্গায় তুলতে পারেননি। জোয়ার এসে গেলে তিনি উদ্ধারকর্মীদের খবর দিলে তারা এসেও গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এধরনের অস্বাভাবিক মুহুর্তে ওই যুবকটিও গাড়িতে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। কিন্তু পরের দিন রোববার সকালেও উদ্ধারকর্মীরা গাড়িটিকে উদ্ধার করতে পারেনি। তারা এখন আলোচনা করছে কিভাবে গাড়িটিকে উদ্ধার করা যায়। সেখানকার এক রিসোর্ট ম্যানেজার গ্রাহাম নিউইং বলছেন, গাড়িটি কাদা থেকে টেনে আনার জন্যে সবধরনের ব্যবস্থা করা হচ্ছে। সমারসেটের ওই সৈকতটি ৬ মাইল দীর্ঘ। 1414437062779_wps_3_PIC_APEX_27_10_2014_This_ইউরোপের দ্বিতীয় বৃহত্তম সৈকত যেখানে নরম বালুর জন্যে অনেক পর্যটক ছুটে আসেন। জোয়ার থাকে তবে তা তেমন শক্তিশালী নয় বলে বছরের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভালই আনাগোনা হয় মানুষের সৈকতটিতে। সেখানকার কাউন্সিলর টনি গ্রিমেস জানান, বছরে কাদায় গাড়ি ডুবে যাওয়ার মত দু’চারটি ঘটনা ঘটে থাকে সৈকতটিতে। ২০০২ সালে ৫ বছরের একটি মেয়ে কাদায় ডুবে মারা যায়। মেয়েটির মা তার ছেলে বন্ধুর হাত ধরে সৈকতে হাঁটতে থাকায় এ বিপদ টের পায়নি। উদ্ধারকর্মীরা এসে মেয়েটিকে উদ্ধার করতে পারলেও শেষ পর্যন্ত হাসপাতালে সে মারা যায়।
-ডেইলি মেইল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া