adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকুর রহিমের মাইলফলক

মুশফিকুর রহিমক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়েকে হারিয়ে পঞ্চম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।  তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সোমবার ৩ উইকেটে জেতে বাংলাদেশ।
যদিও মুশফিকদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন অনেকেই। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়ের বোলারদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা। তবে দুই ইনিংসেই দায়িত্বশীল ব্যাটিং করেছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই টেস্টে ধারাবাহিক রান করে আসছেন মুশফিক।  ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পান তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক তুলে নেন টাইগার দলপতি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মুশফিক।
এদিকে এটি মুশফিকের অধীনে বাংলাদেশের দ্বিতীয় জয়।  অধিনায়ক হিসেবে এটি নতুন রেকর্ড। এর আগে হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজার ও সাকিব আল হাসানের হাত ধরে একটি করে টেস্ট জয় করে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম টেস্ট জয় আসে হাবিবুল বাশার সুমনের হাত ধরে। ২০০৫ সালের শুরুতে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন এনামুল হক জুনিয়র। প্রায় সাড়ে বছর পর ২০০৯ সালে দ্বিতীয় টেস্ট জয়ের মুখ দেখে টাইগাররা। সেবার ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে হারায় বাংলাদেশ। বাংলাদেশের জয়টি আসে ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিবের হাত ধরে।  ওই সিরিজে টেস্টের প্রথম ইনিংসে ৬.৩ ওভার বোলিংয়ের পর ইনজুরিতে পড়েন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টও জিতে নেয় বাংলাদেশ। সাকিব আল হাসানের নামের পাশে টেস্ট অধিনায়কের নাম যুক্ত হয়।
ওয়েস্ট ইন্ডিজের সফল সফরের পর ২০১৩ সালে বাংলাদেশ চতুর্থ টেস্ট জয়ের স্বাদ পায়। মুশফিকুর রহিমের নেতৃত্বে প্রথমবারের মতো টেস্ট জয় করে বাংলাদেশ দল।
২০১৪ সালটি বাংলাদেশের জন্য অপয়া। ব্যর্থতার বছরে সোমবার খানিকটা সাফল্যের স্বাদ এনে দিলেন মুশফিক। অধিনায়ক হিসেবে জয়ের রেকর্ড সুসংহত করতে এ বছরেই আরো দুটি সুযোগ আছে মুশফিকের সামনে। আগামী ৩ নভেম্বর  খুলনায় দ্বিতীয় টেস্ট শুরু হবে। ১২ নভেম্বর থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। দুটি টেস্টেই বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া