adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম টেস্টে বাংলাদেশের নাটকীয় জয়

ব্যাট করছেন মুশফিকুর রহিমহুমায়ুন সম্রাট : তিন টেস্ট সিরিজের প্রথমটি জয় করলো টাইগাররা। তবে এ জয় সহজ নয়। বলা যায় জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের নাটকীয় জয়। শুরুতেই হোঁচট। লজ্জা নিয়েই দ্বিতীয় ইনিংসের যাত্রা করে বাংলাদেশ। শূন্য রানেই হারিয়ে বসে তিনটি উইকেট।
দলের স্কোরসিটে কোনো রান যোগ না হতেই তামিম ইকবালের বিদায়! এরপর দলকে বিপদে রেখে রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শামসুর রহমান শুভ। আবার শূন্য রানেই ব্যক্তিগত ইনিংসের ইতি টানেন মুমিনুল হক। আর তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ০ রান!
তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে বাংলাদেশকে পথ দেখাতে পারেননি সাকিব। ব্যক্তিগত ১৫ রানের মাথায় বিদায় নেন তিনি। এখন কিছুক্ষণ চলে দুই ভায়রার শো। তবে ২৮ রান করে ক্রিজ ছাড়েন মাহমুদউল্লাহ। বলতে না বলতেই বিদায় নেন শুভাগত হোম (০)। এরপর শাহাদাত হোসেনকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিন্তু ছন্দপতন। দারুণ একটি ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হন শাহাদাত (১১)। তার উইকেটটি নিয়েছেন পানিয়াঙ্গারা।
এরপর ক্রিজে আসেন তাইজুল ইসলাম। ভরসা হয়ে ওঠেন। তার ব্যাট থেকে আসে মূল্যবান ১৫ রান। দুর্দান্ত এক চার মেরে দলের জয় নিশ্চিত করেন তাইজুল। ক্রিজে অপরাজিত ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে এসেছে ২৩ রান। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারী জিম্বাবুয়ে। সূচনাটা ভালো হয়নি তাদের। দলীয় ১৯ রানের মাথায় বাংলাদেশের তরুণ তুর্কি তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন ভুসিমুজি সিবান্দা। তার পথ অনুসরণ করেছেন জিম্বাবুয়ের আরেক তারকা ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ব্যক্তিগত ৫ রানের মাথায় শাহাদাতের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি।
জিম্বাবুয়ের ৫৩ রানের মাথায় আরো একটি উইকেটের পতন হয়। এ সময় তাইজুল ইসলামের বল উড়িয়ে মারতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে যাত্রা করেন সিকান্দার রাজা (২৫)। তাইজুলের তৃতীয় শিকার হয়ে এবার বিদায় নিলেন চাকাভা (১০)। তার পথ অনুসরণ করেন চিগুম্বুরা। তিনি রানের খাতা খুলতেই পারেননি। তাইজুলের বলে আউট হয়েছেন চিগুম্বুরা। ৯২ রানের মাথায় তাইজুলের শিকার হয়ে মাঠ ছাড়েন ক্রেগ আরভিন (১০)। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করলেন বাংলাদেশের উদীয়মান বোলার তাইজুল ইসলাম।  
সাকিব কেন উইকেটবঞ্চিত থাকবেন। তার ঘূর্ণিতে কাবু হলেন জন নিয়ম্বু। তাইজুলের ষষ্ঠ শিকার তিনাশে পানিয়াঙ্গারা। কোনো রানের পাতা খুলতে পারেননি তিনিও। এরপর টেন্ডাই চাতারা ও তাফাজওয়া কামুঙ্গোজির উইকেট দুটি শিকার করেন তাইজুল। ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ৩৯ রানে ৮ উইকেট নেন বাংলাদেশি এই স্পিনার।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া