adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাইজুলের রেকর্ড

taijul তাইজুলের রেকর্ডক্রীড়া প্রতিবেদক : প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে আট উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তাইজুল ইসলাম। আর এর মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড ভাঙলেন তিনি।
সোমবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে গৌরবময় রেকর্ড অর্জন করেন এ স্পিনার। তৃতীয় দিনে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ত্রাসের নাম তাইজুল। সফরকারী দলটির টপ অর্ডারে ভুসি সিবান্দাকে দিয়ে উইকেট নেয়া শুরু করেছিলেন তিনি, থেমেছেন তাফাদজাওয়া কামানগোজির উইকেট নিয়ে। ১৬.৫ ওভার বল করে ৩৯ রানে আটটি উইকেট নিয়েছেন।
এর আগে ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২৫.৫ ওভারে ৩৭ রানে সাত উইকেট নিয়ে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। আর এনামুল হক জুনিয়র ঢাকায় ৯৫ রানে সাত উইকেট নেন ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
প্রায় ছয় বছর পর বিশ্বসেরা সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে বাংলাদেশ ক্রিকেটে সেরা বোলারের তালিকায় উঠে এলেন ২২ বছর বয়সী তরুণ ডানহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার বিষাক্ত স্পিনে মাত্র ৩৫.৫ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস।
এ ইনিংসে বাকি দু’টি উইকেট নিয়েছেন পেসার শাহাদাত ও সাকিব আল হাসান। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জ্যামাইকার সেন্ট ভিনসেন্টের আর্নসভেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় জাতীয় দলের তরুণ স্পিনার তাইজুলের। টেস্ট ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই পাঁচ পাঁচটি উইকেট শিকার করেন ডানহাতি এই স্পিনার। এজন্য অবশ্য ৪৭ ওভার বল করতে হয়েছিল তাকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া