adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত

KUSTIAকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ব্রি উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ এর প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বরিয়া এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রি আঞ্চলিক কুষ্টিয়া কার্যালয়ের প্রধান ও প্রধান বৈজ্ঞ-নিক কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিউিটের মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ফজলুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিউিট ব্রি আঞ্চলিক কুষ্টিয়া কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদা খাতুন,  হারভেষ্টপ্লাস বাংলাদেশের এআরডিও সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোল্লা হাফিজুর রহমান। 
অনুষ্ঠানে বক্তারা বলেন- মানবদেহে জিংকের অভাব পূরণ করতে এই ধানে জিংকের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। এই ধানে অন্য ধানের চেয়ে দ্বিগুণ পরিমাণ জিংক রয়েছে। এই ধানের ভাত খেলে মেধা বিকাশের পাশাপাশি শারীরিক বৃদ্ধি ঘটবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রি আঞ্চলিক কুষ্টিয়া কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। এসময় শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া