adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব ঘুর্ণিতে লণ্ডভণ্ড জিম্বাবুয়ে

BDহুমায়ুন সম্রাট : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মোট ১১উইকেটের পতন ঘটেছে। সফরকারী জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। হোম উইকেটে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ওপেনার জুটি। দলীয় ১০ রানের মাথায় ওপেনার তামিম ইকবালকে সাজঘরে পাঠান জিম্বাবুয়ে ডানহাতি ফাস্ট বোলার তিনাসে প্যানিয়াঙ্গারা।  ২০মিনিট ক্রিজে থেকে ১০টি বল খেলে ৫রান করে তিনাসের বলে মাসাকাদজার হাতে কট আউট হন তামিম ইকবাল। এরপর ওপেনার সামসুর রহমানের সাথে ক্রিজে জুটি বাধের এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ গড় ব্যাটসম্যান মমিনুল হক। শেষ বিকেলে জিম্বাবুয়ে বোলারদের দেখে শুনে সাবধানে খেলতে থাকে এই দুই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত দিন শেষে বাংলাদেশের রান সংগ্রহ দাঁড়ায় এক ইউকেটে ২৭ রান। ফলে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে এখন ২১৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে রয়েছে নয় উইকেট। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের পক্ষে সামসুর রহমান আট রানে এবং মমিনুল ১৪ রানে আছেন অপরাজিত।
এরআগে, সকালে টসে নামে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। টস ভাগ্যে জয়ী হন জিম্বাবুয়ের অধিনায়ক টেলর। সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করা। ক্রিজে আসেন দুই ওপেনার সিকান্দার রাজা ও সিবান্দা। ব্যক্তিগত ছয় রান করে শাহাদাত হোসেনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফেরেন জিম্বাবুয়ে ওপেনার সিবান্দা। দলীয় ছয় রানের সময় প্রথম উইকেট হারিয়ে একটু চাপে পওে সফরকারীরা। এরপর ক্রিজে আসা হ্যামিল্টন মাসাকাদজাকে সাথে নিয়ে বড় পার্টনারশীপের চেস্টা চালান ওপেনার সিকান্দার রাজা। কিন্তু জিম্বাবুয়ের প্রথম ইনিংসে একমাত্র অর্ধশতক করা ব্যাটসম্যানকে রাজাকে বেশিক্ষণ সংগ দিতে পারেনি অন্য ব্যাটসম্যানরা। বাংলাদেশী স্পিন বোলাররা স্বস্তিতে ব্যাট করতে দেয়নি জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। শাস্তি কাটিয়ে বাংলাদেশ দলে ফেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ৫৯ রান দিয়ে তুলে নেন জিম্বাবুয়ের ছয় উইকেট। আর অভিষেক টেস্টে লেগ স্পিনার জুবায়ের হোসেন পান ৫৮ রানের বিনিময়ে দুই উইকেট। এছাড়া স্বাগতিকদেও পক্ষে একটি করে উইকেট পান শাহাদাত হোসেন ও তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে লড়াই করা একমাত্র ব্যাটসম্যান শিকান্দার রাজা ১৮৫ মিনিট ক্রিজে থেকে ১২২টি বল খেলে করেন দলীয় সর্বোচ্চ ৫১ রান। এছাড়া, ৩৪ রান করেন এরভিন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া