adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষককে ছেড়ে ধর্ষিতাকে ফাঁসি?

ফাঁসি কার্যকর হওয়া রেহানাহ জাবারিআন্তর্জাতিক ডেস্ক : ইরানে শনিবার ভোরে এক নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। কিন্তু ধর্ষিতা ওই নারীর অভিযোগ ছিল, তাকে ধর্ষণ করার চেষ্টা করার সময় আত্মরক্ষার্থে তিনি ছুরি চালান। এতে ওই ধর্ষকের মৃত্যু হয়।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইরানের আদালতে দোষী প্রমাণিত হলেও তথ্যপ্রমাণের অভাব ছিল বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাকে প্রাণে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হয়। ফাঁসি কার্যকর হওয়া ওই নারীর নাম রেহানাহ জাবারি। বয়স ২৬ বছর। খুন হওয়া ব্যক্তির নাম সারবানদি। তিনি ইরানের গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মকর্তা ছিলেন। আদালতের রায়ে বলা হয়েছে, রেহানাহ জাবারি কোমরের পেছনে ছুরি দিয়ে আঘাত করায় সারবানদির মৃত্যু হয়েছে। ২০০৯ সালে এ জন্য তাকে মৃত্যুদ- দেওয়া হয়। যা কার্যকর হলো চার বছর পর।
রেহানাহ জাবারির মাকে শুক্রবার ইরানের জেল কর্তৃপক্ষ টেলিফোনে তার মেয়েকে শেষবারের মতো দেখতে আসার জন্য বলা হয়। তাকে আরো জানানো হয়, শুক্রবার ভোরে জাবারির ফাঁসি কার্যকর করা হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া