adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধী গোষ্ঠীর অপততপরতা মোকাবিলা করা হবে : তথ্যমন্ত্রী

kushtia inu 3এস এম জামাল. কুষ্টিয়া : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ,দূর্ণীতি-দখলবাজ রুখতে স্থানীয়ভাবে সামাজিক ভারসাম্য শান্তি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি ঐতিহ্যের মোড় বদলের কোণায় দাঁড়িয়ে আছে এবং আলোর পথে রয়েছে। একুশ শতকের লক্ষ্য অর্জন করতে হলে শেখ হাসিনার সঙ্গে শামিল হতে হবে। আওয়াজ তুলতে হবে জঙ্গিবাদের রেহায় নেই, দলবাজির ক্ষমা নেই।’
তিনি বলেন, ‘যারা মহাজোটের ছাতার নিচে থেকে টেন্ডাবাজি, চাঁদাবাজি করে তারা কখনও শেখ হাসিনার সৈনিক হতে পারে না। আর তাই জাতীয় রাজনীতিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতি, দলবাজি বন্ধ করে সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ জঙ্গীবাদমুক্ত করতে শেখ হাসিনার পাশে জাসদ ছিলো আছে এবং ভবিষ্যততেও থাকবে উল্লেখ করে তথ্যমন্ত্রী সবাইকে জাসদের পতাকাতলে আসার জন্য উদাত্ত আহবান জানিয়ে বলেন, জাসদ শেখ হাসিনার পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জঙ্গীবাদমুক্ত, দখলবাজমুক্ত করতে জাসদ অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ধর্ম ব্যবসায়ী যুদ্ধাপরাধী-জঙ্গিবাদী-খালেদাপন্থী বিএনপি চক্র যাই বলুক না কেন, শেখ হাসিনার সরকার সংবিধান অনুযায়ী সকল ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সব ব্যবস্থা গ্রহণ করেছেন। সংবিধানের বিধি-বিধান অনুসারেই সকল ধর্মের পবিত্রতা ও ধর্মগুরুদের মর্যাদা রক্ষা এবং জঙ্গিবাদী-সাম্প্রদায়িক-যুদ্ধাপরাধী গোষ্ঠীর অপতৎপরতা মোকাবিলা করা হবে। উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ। পরে শতাধিক বিএনপি নেতাকর্মী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর হাতে ফুল দিয়ে জাসদে যোগদান করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া