adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোলাম আযম আবার অসুস্থ – সিসিইউতে ভর্তি

গোলাম আযম

 

 

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক : শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতের প্রাক্তন আমির গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তার ব্লাড প্রেশার কমে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে এক পর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। গোলাম আযমের ছেলে প্রাক্তন সেনা কর্মকর্তা আমান আযমী বলেন, ‘বাবার অবস্থা বেশি ভালো না। আমি বাবার পাশেই রয়েছি। এখন তার জ্ঞান ফিরেছে।’
২০১৩ সালের ১৫ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পাকিস্তানি বাহিনীর সঙ্গে পরিকল্পনা ও ষড়যন্ত্র সংক্রান্ত ছয়টি, সহযোগিতা সংক্রান্ত তিনটি, উসকানির ২৮টি, সম্পৃক্ততার ২৩টি এবং ব্যক্তিগতভাবে হত্যা-নির্যাতনের ১টিসহ মোট ৬১টি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধের ৬১টি অভিযোগের সব কটিই প্রমাণিত হলেও বয়স বিবেচনায় নিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির পরিবর্তে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া