adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ বিজয় সংসদীয় গণতন্ত্রের : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীনিজস্ব প্রতিবেদক :  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)  ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), এ দুটি সংস্থার সর্বোচ্চ পদে দুজন বাঙালির বিজয় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিজয়।’
মঙ্গলবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তার সঙ্গে আইপিইউর নবনির্বাচিত সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
সিপিএ চেয়াপারসন শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এ বিজয় বাংলাদেশের জনগণের বিজয়, সংসদীয় গণতন্ত্রের বিজয়। এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। পৃথিবীর কাছে বাংলাদেশ এক অনন্য নজির স্থাপন করেছে। বিশ্বের সবচেয়ে বড় দুটি পার্লামেন্টারি ফোরাম থেকে বাংলাদেশ এই স্বীকৃতি পেয়েছে, এটা গৌরবের।’
 
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন । সে স্বপ্ন এক এক করে পূরণ করে চলেছে দেশের মানুষ। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করে যেতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। বঙ্গবন্ধু আমাদের  প্রেরণা।’
 
আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এ দুটি নির্বাচন বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে দিয়েছে। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখতে পেরেছি, এটা খুবই আনন্দের। এ গৌরব বাঙালির, এ গৌরব দেশের মানুষের।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া