adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি জামায়াতের আশ্রয়দাতা আওয়ামী লীগ !

ডেস্ক রিপোর্ট : সন্ত্রাসে জড়িত বিএনপি ও জামায়াতের নতুন প্রায় ৪০০ নেতা-কর্মীর নাম যুক্ত হয়েছে পুলিশের অপরাধীর তালিকায়। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে এ দুই রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা ছাড়াও কোথাও কোথাও খোদ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও শাসক দল আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে। 
সরকারের একটি গোয়েন্দা সংস্থার দীর্ঘ অনুসন্ধানে সন্ত্রাসে জড়িত কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের বিষয়ে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, গোয়েন্দা সংস্থাটির এমন আশঙ্কাজনক তথ্যের পর তালিকাভুক্ত করা বিএনপি-জামায়াতের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের পাকড়াওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পৃষ্ঠপোষক হিসেবে সরকারের যে কজন মন্ত্রী, এমপি ও নেতার নাম উঠে এসেছে, তারা প্রত্যেকেই আর্থিক সুবিধা নেওয়ার মাধ্যমে সহযোগিতা করে আসছেন। কোনো কোনো স্থানে সরকারি দলের নেতারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ব্যবহার করেও নিজেদের স্বার্থ হাসিল করছেন; যে কারণে পুলিশ প্রশাসন সন্ত্রাসে জড়িতদের গ্রেফতারে কোনো ব্যবস্থা নিতে পারেনি। পৃষ্ঠপোষক এই মন্ত্রী, এমপিদের ওপর নজরদারি শুরু হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে সূত্র জানায়, সারা দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি ও ব্যক্তিমালিকানা জমি এবং বালুমহাল, বাজার, মার্কেট দখল, জালিয়াতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত বিএনপি ও জামায়াতের এই নেতা-কর্মীরাই সরকারবিরোধী নাশকতায় জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্রবাজি ও বোমাবাজিসহ নাশকতার একাধিক মামলাও রয়েছে। সূত্রমতে, প্রতিবেদনে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে জোট সরকারের মন্ত্রী, এমপিদের নাম ছাড়াও রয়েছে বিএনপি, জামায়াতের শীর্ষ নেতাদের নাম। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে- বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান টেন্ডারবাজি ও জমি দখলে জড়িত। তার এ কর্মকাণ্ডে সরাসরি পৃষ্ঠপোষকতা করছেন একজন মন্ত্রী। একইভাবে মাদারীপুরে আলমগীর খানের টেন্ডারবাজির পৃষ্ঠপোষক হিসেবে উঠে এসেছে সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রীর নাম। সরকারি দলের এক এমপিও একই ব্যক্তিকে সহযোগিতা করে আসছেন। আলমগীর খান সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়- বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ততকালীন পানিসম্পদমন্ত্রীর ঘনিষ্ঠ ও ব্যবসায়িক পার্টনার ছিলেন। সরকার বদলের পর সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলেন। ওই মন্ত্রী এখন তাকে সহযোগিতা করে আসছেন। একই এলাকার বিএনপির মতাদর্শের মিলন চৌধুরী ও এলজিইডির টেন্ডাবাজিতে জড়িত জাহিদুল ইসলামকে সহযোগিতা করছেন শাসকদলের একজন প্রভাবশালী এমপি ও একজন মন্ত্রীর ভাই। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পৃষ্ঠপোষকতায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি করছেন জেলা বিএনপির সদস্য মাহাবুবুর রহমান। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাবউদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় অবৈধ ব্যবসা করছেন জামায়াত নেতা শফিউল আযম, নূর মোহাম্মদ আল কাদরী ও জানে আলম। এরা বালু থেকে শুরু করে নানা ব্যবসায় জড়িত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদী ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার সহযোগিতায় চাঁদাবাজি, টেন্ডাবাজি ও মাদক ব্যবসা করছেন স্থানীয় দুই বিএনপি নেতা। কক্সবাজারের (উখিয়া-টেকনাফ) সরকারদলীয় এমপি আবদুর রহমান বদির নেতৃত্বে ইয়াবা ব্যবসা করছেন জামায়াত নেতা মৌলভী বখতিয়ার, উখিয়া যুবদলের সভাপতি মাহবুবুল আলম, কক্সবাজার যুবদল নেতা নুরুল হক চৌধুরী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আহাম্মদ হোসেনের আশ্রয়-প্রশ্রয়ে তরুণ দলের কক্সবাজার পৌর সভাপতি সালামত উল্লাহ বাবুল ও শ্রমিক দলের রফিকুল ইসলাম টেন্ডাবাজি, ভূমি দখল, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের দিয়ে চাঁদাবাজিতে জড়িত। প্রতিবেদনে বলা হয়- নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুর খান মিঠু, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহানের আশ্রয়-প্রশ্রয়ে টেন্ডারবাজি করছেন নেত্রকোনার বিএনপি নেতা আজাদ রহমান, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ তাজউদ্দিন ফরাস সেন্টু ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী শেল্টার দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ভিপি শামীমকে। তিনি শহরের ত্রাস সৃষ্টিকারী ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ওষুধ সরবরাহের মূল নিয়ন্ত্রণকারী।সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হোসেন আলী হাসানের সহযোগিতায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি করছেন যুবদলের আল আমিন ও বিএনপির আবদুস সাত্তার। সাত্তার শ্রমিক লীগ নেতা নাসির হত্যা মামলার অন্যতম আসামি। 
এ ছাড়া আরও রয়েছেন বিএনপি নেতা লেবু হোসেন, আজাদ, সানু, জহুরুল ইসলাম, হাবিব সরকার, মন্টু সরকার, ছানোয়ার হোসেন। প্রতিবেদনে বলা হয়- লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন লিপু, আসাদুজ্জামান ও রুহুল আমিন বাবুলের শেল্টারে টেন্ডারবাজি, বালুমহাল দলে জড়িত রয়েছেন বিএনপির আমির হামজা, এরশাদ হোসেন সাজু, মোস্তফা সালাউজ্জামান, মোস্তফা কামাল জুয়েল ও মোর্শেদ আলম শ্যামল। কুষ্টিয়ার মজমপুরের বিএনপি নেতা আমানউল্লাহ আমানের শেল্টারদাতা এখন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা। 
কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিনের সহায়তায় টেন্ডাবাজি করছেন স্থানীয় বিএনপি নেতা খন্দকার টিপু সুলতান। প্রতিবেদনে নানা অপরাধে জড়িত এমন প্রায় ৪০০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পৃষ্ঠপোষক হিসেবে বিএনপি ও জামায়াতের দুই ডজন সাবেক মন্ত্রী-এমপির নাম রয়েছে। নাম রয়েছে বর্তমান সরকারের দুজন প্রভাবশালী মন্ত্রীসহ ডজনখানেক এমপির। সূত্র জানায়, তালিকাভুক্ত নেতা-কর্মীদের মধ্যে ঢাকা জেলায় ১৫, নারায়ণগঞ্জে ৪৩, কিশোরগঞ্জে ১১, গাজীপুরে ১০, নেত্রকোনায় ৬, ফরিদপুরে ৯, গোপালগঞ্জে ৬, রাজবাড়ীতে ১৫, মাদারীপুরে ৩, শরীয়তপুরে ১, মানিকগঞ্জে ৮, ময়মনসিংহে ৭, শেরপুরে ১৯, মুন্সীগঞ্জে ৭, চট্টগ্রাম জেলায় ১৫, নোয়াখালীতে ৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৮, ফেনীতে ৫, কুমিল্লায় ৭, রাঙামাটিতে ১৩, কক্সবাজারে ১৭, রাজশাহীতে ১২, চাঁপাইনবাবগঞ্জে ৯, নাটোরে ১৪, পাবনায় ১১, সিরাজগঞ্জে ১০, বগুড়ায় ৪, জয়পুরহাটে ২৫, রংপুরে ১, দিনাজপুরে ১, নীলফামারীতে ১২, পঞ্চগড়ে ১০, লালমনিরহাটে ৫, কুড়িগ্রামে ৬, গাইবান্ধায় ৩, খুলনায় ৯, নড়াইলে ১, কুষ্টিয়ায় ৮, সাতক্ষীরায় ৫ ও বাগেরহাট জেলায় ২ জন রয়েছেন। -ইউরো বিডি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া