adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার সন্তানের জন্ম দিলেন শারমীন

ছবি: প্রতীকী

 

 

 

 

 

 

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড়ে অবস্থিত সেবা ক্লিনিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমীন আক্তার (২০) নামে এক গৃহবধূ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি ছেলে ও একটি মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়। বর্তমানে মা ও চার সন্তান সুস্থ রয়েছে বলে চিকিতসকরা জানিয়েছেন। 
সেবা ক্লিনিকের সত্ত্বাধিকারি ডা. বজলুর রহমান জানান, মঙ্গলবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী শারমীন আক্তার প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। কিন্তু কিছু জটিলতার কারণে চিকিতসক তার সিজারিয়ান অপারেশন করেন।
এই ক্লিনিকের গাইনি চিকিতসক খালেদা আখতারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। ডা. খালেদা জানান, প্রসূতি মা ও তার চার সন্তান সুস্থ রয়েছে। তারপরও নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় নবজাতকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 
প্রসূতি শারমীনের পারিবারিক সূত্রে জানা যায়, শারমীন প্রথমবারের মতো মা হয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া