adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ আত্মসাত : চার ব্যাংকারের কারাদণ্ড

Court_A+Pramanik_091014_0002নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের দায়ে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ঢাকার গ্রিন রোড শাখার চার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় সোমবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক  হোসনে আরা বেগম সোমবার এই দণ্ডাদেশ দেন।
ব্যাংকের ওই শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ উল্লাহকে ১০ বছর, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সলিমুল্লাহকে সাত বছর, ওই শাখার ব্যবস্থাপক জুলফিকার আলী ও কর্মকর্তা মো. সারোয়ার হোসেনকে তিন বছর করে কারাভোগ করতে হবে।
এই চার ব্যাংক কর্মকর্তার সঙ্গে রাবেয়া বেগম নামে এক নারীকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ব্যাংক হিসাবের মাধ্যমে ১১ লাখ টাকা আত্মসাত করা হয়েছিল বলে আদালতে প্রমাণিত হয়েছে। আসামিদের মধ্যে মোহাম্মদ উল্লাহ ও সলিমুল্লাহ পলাতক রয়েছেন। বাকি আসামিদের উপস্থিতিতে আদালতের রায় হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামি রাবেয়া ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর ব্যাংকের গ্রিন রোড শাখায় একটি হিসাব খোলেন। ওই হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা সত্ত্বেও আসামিরা যোগসাজসে বিভিন্ন তারিখে চেকের মাধ্যমে ওই হিসাব থেকে ১০ লাখ ৯৮ হাজার টাকা উত্তোলন করা হয়।
পরবর্তী সময়ে আসামিদের সহায়তায় জিয়াউর আলম নামে একটি ভুয়া ঋণ প্রস্তাব মঞ্জুর করে ২০০১ সালের ১৬ জানুয়ারি ৪ লাখ টাকা আত্মসাৎ করা হয় বলে এজাহারের অভিযোগ।
এরপর ২০০১ সালের ২৫ জানুয়ারি মোহাম্মদ উল্লাহসহ অন্য আসামিদের যোগসাজশে আরও ৩ লাখ ৮০ হাজার টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাৎ করা হয়। আত্মসাৎ করা মোট অর্থের পরিমাণ ১৮ লাখ ৭৮ হাজার টাকা বলে মামলায় বলা হয়েছে। ওই ঘটনায় ২০০৪ সালের ১৮ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক ধানমন্ডি থানায় মামলা করেন। ২০১১ সালের ১৯ জুন অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক রাম মোহন নাথ।
২০১২ সালের ১৯ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়। আটজনের সাক্ষ্য নেওয়ার পর সোমবার রায় হল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া