adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা- চলবে দেশব্যাপী

Tareq-JCD-Kormosuchi-20.10.14নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

কর্মসূচির আওতায় মঙ্গলবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় এবং বুধবার থানা, পৌর ও কলেজগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।
তারা বলেন, তারেক রহমান বরাবরই বস্তুনিষ্ঠ, ইতিহাস নির্ভর ও যুক্তিযুক্ত বক্তব্য দিয়ে থাকেন। তিনি তার বক্তব্যে তাই বলেন যা তিনি যুক্তি দিয়ে প্রমাণ করে দেন। তার সেই সত্য কথায় যদি কারো গাত্রদাহ হয় সেক্ষেত্রে তার কী বা করার থাকতে পারে। তারেক রহমান কোনো দিনই সত্য বলতে পিছ পা হননি আর আজও হবেন না। সুতরাং তার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা ভিত্তিহীন ও অসত উদ্দেশ্যপ্রণোদিত।
মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় এ দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারের এই অপকৌশলের বিরুদ্ধে দেশের সব শিক্ষাঙ্গন ও রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রের নিন্দা করায় মামলা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মশিউর মালেক।
রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে সকাল ১০টার দিকে এই মামলাটি দায়ের করেন তিনি। বেলা ১১টার দিকে এই মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। বাদীর জবানবন্দি গ্রহণ করার পর বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া