adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে হারল বাংলাদেশের মেয়েরা

FOOTBALLহুমায়ুন সম্রাট : এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবল বাছাই পর্বের (গ্র“-বি) খেলায় টানা দুই ম্যাচ জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে হারলো বাংলাদেশের মেয়েরা। রোববার বাংলাদেশের মেয়েরা ২-১ গোলে পরাজিত হয় ভারতের কাছে। ভারতের কাছে এই পরাজয়ের ফলে বি’গ্র“প চ্যাম্পিয়ন হওয়ার সমীকরনটা অনেক কঠিন করে ফেললো বাংলাদেশ মহিলা ফুটবল দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরু থেকেই বাংলাদেশের সিমানায় গোলের জন্য একের পর এক আক্রমন করে খেলতে থাকে ভারতের মেয়েরা। কম যায়নি লাল-সবুজ জার্সিধারী বাংলার মেয়েরা। গোলের জন্য মনিকারাও আক্রমণ চালায় ভারতীয় সিমানায়। ম্যাচের বয়স যখন ১৯মিনিট তখন পেনাল্টি বক্সের ভিতরে ভারতীয় ডিফেন্ডাররা ফাউল করে বাংরাদেশের কৃষ্ণা রানিকে। শাস্তিস্বরুপ পেনাল্টির নির্দেশ দেন অস্ট্রেলিয়ান রেফারি মার্গারেট। পেনাল্টি স্পট কিক থেকে গোল করে বাংলাদেশকে (১-০) আনন্দে ভাষান সানজিদা আক্তার।  এরপর খেলায় ফেরার চেষ্টা চালায় ভারত। ৩০মিনিটে পেনাল্টি পায় তারা। রোজা দেবী পেনাল্টি স্পট কিক থেকে গোল করে খেলায় (১-১) ফেরান ভারতকে। ১-১ গোলের সমতায় শেষ হয় দু’দলের প্রথমার্ধের খেলা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকের উপস্থিত উল্লেখ্য করার মত। দেশের পুরুষ ফুটবলারদের খেলা মাঠে দেখতে না আসলেও হাজার হাজার দর্শক টিকিট কেটে ঠিকই হাজির হয়েছেন গ্যালারীতে মেয়েদের খেলা দেখতে। ভুভু জেলা, হাততালি আর গলা ফাটিয়ে চিৎকার করে উতসাহ দিয়েছেন লাল-সবুজ জার্সিধারীদের। মধ্য বিরতীর পর মাঠে নামে দু’দল। চেষ্টা চলে একে অন্যের বিপক্ষে গোল করে এগিয়ে যাওয়ার। খেলার ৬৩মিনিটে পেনাল্টি বক্স লাইনের উপর বাংলাদেশী ডিফেন্ডার মাসুরা পারভীন ফাউল করেন প্রতিপক্ষের প্রেমি চিরুকে। অপরাধ গুরতর হওয়ায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় মাসুরাকে। ১০জনের দলে পরিনত হয় বাংলাদেশ। কাশমিনার দর্শনীয় ফ্রি কিক  বাংলাদেশের গোল কিপার আয়শা ফিস্ট করে প্রতিহত করলেও ফিরতী বলে ১০ নম্বর জার্সিধারী রোজা দেবী গোল করে ২-১ এগিয়ে নেন ভারতকে। পিছিয়ে পরা বাংলাদেশ খেলায় ফেরার প্রাণপন চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয় গোল পরিশোধ করে খেলায় ফেরাতে বাংলাদেশকে। শেষ পর্যন্ত আর গোল না হলে বাংলাদেশের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া