adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দ আবুল হোসেন আবারও মন্ত্রী হচ্ছেন!

নিজস্ব প্রতিবেদক : আবারও মন্ত্রী হতে যাচ্ছেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তার বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোন অভিযোগ প্রমাণ না হওয়ায় ও দুদক তাকে অব্যাহতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করতে যাচ্ছেন। এরই অংশ হিসাবে মন্ত্রী পরিষদে তাকে টেকনোক্রেট মন্ত্রী হিসাবে ফিরিয়ে আনতে চাইছে। তবে কোন মন্ত্রণালয় পাবেন তা এখনও নিশ্চিত হয়নি। এই তথ্য মিলেছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ট সূত্রের কাছ থেকে।
সূত্র জানায়, শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদে রদবদল করতে চাইছেন। এই জন্য নতুন বেশ কয়েকজন মুখ সেখানে যোগ হতে পারেন। এরমধ্যে আলোচনায় রয়েছে শেখ ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, কাজী জাফর উল্লাহ, দীপু মনিসহ কয়েকটি নাম। এছাড়াও রদবদল হতে পারে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী। এরমধ্যে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাছিমকে স্বরাষ্ট্র মন্ত্রী পদে দেওয়া হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে ফজলুল করিম সেলিমের নাম রয়েছে স্বাস্থ্য মন্ত্রীর সম্ভাব্য তালিকায়। প্রধানমন্ত্রীর ঘনিষ্ট সূত্র বলেছেন, মোহম্মদ নাছিম অনেক রাগী। তিনি কোন বাছ বিছার করেন না। যেটা করবেন ঠিক করেন সেটা করবেনই। এই কারণে স্বরাষ্ট্র মন্ত্রী হলে সরকারের জন্য সমস্যা হতে পারে। আর এই বিবেচনায় সেখানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী রফিকুল ইসলামের নামও কেউ কেউ প্রস্তাব করেছেন। সৈয়দ আবুল হোসেন প্রধানমন্ত্রীর বিশ্বস্তও কাছের মানুষ হওয়ার কারণে তাকে একটি গুরুত্বপূর্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এই ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নাম রয়েছে। তবে লতিফ সিদ্দিকীকে ওই মন্ত্রণালয় থেকে সরানোর পর নতুন কাউকে দিবেন না এমন পরিকল্পনা করলেও এখন সৈয়দ আবুল হোসেনের কথা বিবেচনা করা হচ্ছে। তবে তাকে ওই মন্ত্রণালয় দিলে এনিয়ে সমলোচনা হতে পারে মনে করেও বিষয়টি আরো বিবেচনা করা হচ্ছে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া