adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি ব্যাংকের ১২ হাজার কোটি টাকা আটকে আছে ২০০ ব্যক্তির কাছে

security_bank_188965ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রমালিকানাধীন ৪ ব্যাংকের  খেলাপি ঋণের পরিমান ২০ হাজার  কোটি টাকা। এ ঋণের মধ্যে মাত্র ২০০ খেলাপির কাছে রয়েছে এ ঋণের প্রায় ৬০ শতাংশ। বা ১২ হাজার কোটি টাকা। এ সব ঋণ গ্রহিতা খেলাপি হলেও বাংকগুলোর সাথে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সব ঋণ আদায়ের জন্য তাগাদা দিলেও এ ব্যাপারে আশানুরুপ সাড়া পাওয়া যাচ্ছে না। উল্টো নতুন করে সময় যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট শ্রণীকৃত ঋণের পরিমান ৫৬ হাজার কোটি টাকা। মধ্যে রাষ্ট্রীয় মালিকানার চার বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমান ১৯ হাজার ৭১৯ কোটি টাকা যা ২৩ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে সোনালী ব্যাংকে রয়েছে ১০ হাজার ৫৪৯ কোটি টাকা যা ৩৬ দশমিক ২৭ শতাংশ। জনতা ব্যাংকে রয়েছে ৩ হাজার ৫২৭ কোটি টাকা যা ১৩ দশমিক ৪৬ শতাংশ। অগ্রণী ব্যাংকে রয়েছে ৩ হাজার ৮৯৫ কোটি টাকা বা ২১ দশমিক ১৭ শতাংশ। আর রূপালী ব্যাংকে রয়েছে ১ হাজার ৭৪৬ কোটি টাকা যা ১৫ দশমিক ৬০ শতাংশ।  এদিকে বিশেষায়িত ব্যাংকগুলোতে শ্রেণীকৃত ঋণ রয়েছে ১১ হাজার ৫১ কোটি টাকা। এর মধ্যে বেসিক ব্যাংকে রয়েছে ৪ হাজার ৫৯০ কোটি টাকা যা ৪০ দশমিক ৩৮ শতাংশ। বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চ  শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিলো ২ হাজার ৫৫৭ কোটি টাকা যা ছিলো ২৩ দশমিক শুন্য ৮ শতাংশ। এসময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ১৫০ কোটি টাকা।

এ সব ঋণ আদায়ের উদ্যোগ নেয়া হলেও কার্যকর কোন সাড়া পাওয়া যাচ্ছে না। বরং ব্যাংকগুলোর কাছে বিভিন্ন প্রকার আব্দার করে বসছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর বেশির ভাগ খেলাপি ঋণই রাজনৈতিক দলের বড় নেতাদের প্রতিষ্ঠানের কাছে। বিভিন্ন সরকারের সময়ে রাজনৈতিক সুবিধা নিয়ে তারা এ সব ঋণ নিয়েছে। এবং নানা কৌশলে ঋণ পরিশোধ করা থেকে বিরত থাকছে। ব্যাংকগুলো দীর্ঘ দিন ধরে মামলা করেও ঋণের টাকা আদায় করতে পারছে না।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু মোহাম্মদ রাজি হাসান গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায় বৃদ্ধির তাগিদ দেওয়া হয়েছে। খেলাপি ঋণ আদায় মামলা নিষ্পত্তির প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক, অর্থ ও আইন মন্ত্রণালয় যৌথ ভাবে কাজ করবে। বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় না হলে মূলধন সংকটে পড়তে পারে ব্যাংকগুলো।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ আমাদের অর্থনীতিকে বলেন, রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বন্ধ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন আবারও সংশোধন করে কঠোর বিধান তৈরি করতে হবে এবং  নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংককে কঠোর হতে হবে। তা না হলে এসব খেলাপি ঋণ কোন দিনই আদায় করা সম্ভাব হবে না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া