adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়

স্পোর্টস ডেস্ক : কাজাকিস্থানে অনুষ্ঠিত ১০ম এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশীপে উন্মুক্ত ক্যাটাগোরীতে  ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেয়া একমাত্র খেলোয়াড় বিল্লাল হোসেন উন্মুক্ত ক্যাটাগোরীতে ইরাক, রাশিয়া, জর্ডান, ভারত, পাকিস্থান ও লেবাননসহ মোট ছয় দেশের কুস্তিগিরদের হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এ ক্যাটাগোরীতে স্বর্ণ পান স্বাগতিক কাজাকিস্থান। রৌপ্য পেয়েছে উজবেকিস্থান। মোট ১৭টি দেশ থেকে ১৭জন খেলোয়াড় অংশ গ্রহন করেন এ বিভাগে।  প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশের দুই সদস্যের দলে কর্মকর্তা হিসেবে ছিলেন ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এফএম ইকবাল বিন আনোয়ার(ডন)। এ সফরে বাংলাদেশ কুস্তি দলের যাবতীয় ক্রীড়া সামগ্রী স্পন্সর ও অন্যান্য খরচ বহন করে দেশের শীর্ষ ক্রীড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন (আর.বি.গ্রুপ)।  ব্রোঞ্জপদক জয়ী মো: বিল্লাল হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ আমি খুব খুশি এত বড় প্রতিযোগিতায় প্রথম বার অংশ গ্রহন করে ছয় দেশের খেলোয়াড়দের হারিয়ে বাংলাদেশের জন্য একটি পদক জিততে পেরেছি। শুধু এতটুকু বলতে পারি দীর্ঘমেয়াদী ট্রেনিং, বড় বড় প্রতিযোগিতায় খেলার সুযোগ পেলে আশা করি বিদেশ থেকে আমরা দেশের জন্য পদক বয়ে আনতে পারবো।’
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়
স্পোর্টস ডেস্ক : কাজাকিস্থানে অনুষ্ঠিত ১০ম এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশীপে উন্মুক্ত ক্যাটাগোরীতে  ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেয়া একমাত্র খেলোয়াড় বিল্লাল হোসেন উন্মুক্ত ক্যাটাগোরীতে ইরাক, রাশিয়া, জর্ডান, ভারত, পাকিস্থান ও লেবাননসহ মোট ছয় দেশের কুস্তিগিরদের হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এ ক্যাটাগোরীতে স্বর্ণ পান স্বাগতিক কাজাকিস্থান। রৌপ্য পেয়েছে উজবেকিস্থান। মোট ১৭টি দেশ থেকে ১৭জন খেলোয়াড় অংশ গ্রহন করেন এ বিভাগে।  প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশের দুই সদস্যের দলে কর্মকর্তা হিসেবে ছিলেন ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এফএম ইকবাল বিন আনোয়ার(ডন)। এ সফরে বাংলাদেশ কুস্তি দলের যাবতীয় ক্রীড়া সামগ্রী স্পন্সর ও অন্যান্য খরচ বহন করে দেশের শীর্ষ ক্রীড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন (আর.বি.গ্রুপ)।  ব্রোঞ্জপদক জয়ী মো: বিল্লাল হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ আমি খুব খুশি এত বড় প্রতিযোগিতায় প্রথম বার অংশ গ্রহন করে ছয় দেশের খেলোয়াড়দের হারিয়ে বাংলাদেশের জন্য একটি পদক জিততে পেরেছি। শুধু এতটুকু বলতে পারি দীর্ঘমেয়াদী ট্রেনিং, বড় বড় প্রতিযোগিতায় খেলার সুযোগ পেলে আশা করি বিদেশ থেকে আমরা দেশের জন্য পদক বয়ে আনতে পারবো।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া