মাথার ওপর কোরবানির ছাগল পড়ে শিশু নিহত
ডেস্ক রিপোর্ট : ছেলেটির ভাগ্য খারাপ না ছাগলের মালিকের উদাসিনতা। ছেলেটির মৃত্যুও জন্য কোনটি দায়ি। কোরবানির জন্য কেনা একটি ছাগল ছয় তলা ভবনের উপর থেকে মাথার ওপর পড়ে ১৩ বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম হেভাল ইলডিরিম। ঘটনাটি তুরস্কে।
জানা যায়, হেভাল তার বন্ধুদের সাথে ওই ভবনের নিচে খেলাধুলা করছিল। এ সময় ছাগলটি ওই উচু ভবনের ছাদ থেকে তার মাথার ওপর পড়ে। এ সময় সে গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। উল্লেখ্য, ছাগলটি তার বাবা মেহমেট ঈদুল আজহায় কোরবানির জন্য কিনেছিলেন।
সূত্র:ডেইলি মেইল