adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোলাম আযমের কথা বন্ধ

গোলাম আযমনিজস্ব প্রতিবেদক : ‘গোলাম আযম কথা বলতে চেষ্টা করছেন। কথা বের হচ্ছে না। কণ্ঠে আওয়াজ নেই। তিনি অনেক দুর্বল হয়ে পড়েছেন। হাত-পা নাড়াচাড়া করতে পারছেন। প্রেসার অনেক লো। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ-হিল আমান আজমী এ কথা জানিয়েছেন।
তিনি আরো বলেন, তাকে বিকেল সাড়ে ৩টায় হাসপাতালের প্রিজন সেল থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বুধবার বিকেল থেকে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিতসাধীন গোলাম আযম দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছেন। গত ২ সেপ্টেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নিয়ে চিকিতসা দেওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম আযমকে গত বছরের ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ৯০ বছর কারাদণ্ড দেন। বয়স ও অসুস্থতা বিবেচনায় রায়ের পর থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া