adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভয়ঙ্কর সুন্দর ব্রিজ!

ছবি: সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক : ভাবুন তো, নয়ন জুড়ানো কোনো ব্রিজে আপনি চড়েছেন। কোথায় হারিয়ে যাবেন প্রকৃতির সৌন্দর্যে, উল্টে ভয়ে আপনার বুক দুরুদুরু! 
তবে কথায় আছে না, ‘ডর কে আগে জিত হ্যায়’। হ্যাঁ, তবে এখানে ভয়কে জয় করতে পারলেই মিলবে অসম্ভব সুন্দর একটি ব্রিজ।
বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে এমন সব ব্রিজ, যেগুলো একইসাথে ভয়ঙ্কর এবং সুন্দর। একসাথে বলতে পারেন, ভয়ঙ্কর সুন্দর। সেরকম ১০টি ব্রিজের খোঁজ আপনাকে দিতে পারি। আপতত ছবিতে দেখে নিন, পরে নিজেই ঘুরে আসবেন। তাহলে ওই কথাই রইলো, ডর কে আগে ব্রিজ হ্যায়!
কুস্মা জয়ডা সাসপেন্স ব্রিজ (নেপাল) 
১৩৫মি. লম্বা কুস্মা জয়ডা সাসপেনসন ব্রিজটি নেপালের সবচেয়ে লম্বা ব্রিজ। ব্রিজটি পশ্চিম নেপাল থেকে ৫৭ কিমি. দূরে পোখরায় অবস্থিত। ২০১০ সালের ৮ ফেব্র“য়ারি ব্রিজটি উদ্বোধন করা হয়। 

কাপিলানো সাসপেন্স ব্রিজ (ভেঙ্কুভার, কানাডা) 
চারদিকে সবুজ বনে ঘেরা মোটামুটি সরু এ ব্রিজটি ১৮৮৯ সালে নির্মিত হয়।  
ইম্মরটালস ব্রিজ (চীন)
ইম্মরটালস ব্রিজটির খোঁজ মিলবে চীনে। এটি হুয়াংশান নামেও পরিচিত। মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলার অসাধারণ দৃশ্য এই ব্রিজ থেকে দেখতে পাওয়া যায়। 
ডেভিলস ব্রিজ (অ্যারিজোনা) 
ডেভিলস ব্রিজকে বলা হয় প্রাকৃতিক পাথরের খিলান। ব্রিজটি লম্বায় প্রায় এক মাইল। ব্রিজ ভ্রমণের সময় একটু বাড়তি সতর্ক না হলে বিপদ আছে!  
ইনকা রোপ ব্রিজ (পেরু) 
ব্রিজটি গিরিখাত এবং পঙ্গস নদীর জন্য একটি সাধারণ সংযোগ পথ। স্থানীয় গাছপালা থেকে পাওয়া প্রাকৃতিক সুতো দিয়ে ব্রিজটি নির্মিত হয়েছে।

হার্ডডেনজার ব্রিজ (নরওয়ে)  
সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মি. উপরে এবং ১৩৮০ মি. লম্বা এই ব্রিজটি নরওয়ের দীর্ঘতম ব্রিজ। 
সুইং ব্রিজ (দক্ষিণ আফ্রিকা) 
বলা যায়, প্রায় দড়ি দিয়ে তৈরি সুইং ব্রিজটি পার হতে একটু বেশি সাহসের দাবি রাখে। 
আন্সটাবল ব্রিজ (ফ্রান্স)  
বুক কাঁপানো এই ব্রিজটি ফ্রান্সে অবস্থিত। 
রেড ব্রিজ (জাপান) 
জাপানের সুন্দর ব্রিজগুলোর মধ্যে একটি হল রেড ব্রিজ। 
গ্লাস ওয়াকওয়ে ব্রিজ (চীন) 
ব্রিজটি অবশ্যই ভীতু মানুষদের জন্য না। এটি হুনান প্রদেশে অবস্থিত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া