adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুহিত বললেন- গ্যাসের চুলা মানে দেশ ধ্বংস করা

muhithনিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চুলা জ্বালানোর জন্য দেশে গ্যাসের ব্যবহার তুলে দিতে হবে। গ্যাস দিয়ে চুলা জ্বালানোর মানে দেশ ধ্বংস করা।
নিউইয়র্কে সোমবার সন্ধ্যায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। প্রবাসীদের দাবি বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট সম্পর্কে বলতে গিয়ে মুহিত বলেন, বিমান পরিচালনার জন্য আলাদা কর্তৃপক্ষ রয়েছে। তারা ব্যবসা বোঝে না। ব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতার কারণে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে না।
এই ফ্লাইট কবে নাগাদ চালু হবে তা নিয়েও হতাশা প্রকাশ করেন মন্ত্রী। নিউইয়র্কের ক্লাব সনমে সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেনসহ রাজনৈতিক ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন। সিলেটের উন্নয়ন প্রসঙ্গেও মন্ত্রী এদিন প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া