adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন বিমান হামলায় ৩৫ আইএস যোদ্ধা নিহত

মার্কিন বিমান হামলায় ৩৫ আইএস যোদ্ধা নিহতআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৩৫ যোদ্ধা নিহত হয়েছেন। উত্তর ইরাকে শনিবার এ হামলা চালানো হয়।
আরবভিত্তিক আল মায়াদিন টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, উত্তরের হাসাকা ও উত্তর-পশ্চিমের আলেপ্পো প্রদেশের কোবানি শহরে আইএসের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। হামলায় মার্কিন মনুষ্যবিহীন বিমান (ড্রোন) ও জর্ডানের যুদ্ধবিমান অংশ নেয়।
সিরিয়ার কুর্দিদের সংগঠন পিপল’স প্রোটেকশন ইউনিট এক বিবৃতে বলেছে, তারা কোবানি শহরের দিকে আইএসের অগ্রগতি থামিয়ে দিয়েছে। প্রসঙ্গত, কোবানি তথা আইন আল আরবের দখল নিয়ে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে গত দুই সপ্তাহ ধরে সংঘর্ষ অব্যাহত রয়েছে। কুর্দি যোদ্ধারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টার সংঘর্ষে সেখানে অন্তত ৬৭ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে।
গত দুই সপ্তাহের সংঘর্ষের কারণে কোবানি থেকে দেড় লাখের বেশি লোক তুরস্ক সীমান্তে চলে গেছে। সূত্র : সিনহুয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া