adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিভিন্ন হাটে দেড় শতাধিক গরু মারা গেছে

vlcsnap-2014-10-05-19h39m47s14নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন হাটে গেল কয়েকদিনে ভোল্টার ট্যালেট আর স্টোরয়েড খাইয়ে মোটাতাজা করা প্রায় দেড় শতাধিক গরু মারা গেছে। কিন্তু এসবের কোনো তথ্যই জানে না হাটে বসা মেডিকেল টিম। রাজধানীর হাটা গুলোতে বিপুল পরিমাণ মোটাতাজা গরু অবিক্রিত থাকায় বিপাকে পড়েছে বিক্রেতারা। রাজধানীর পশুর হাট গুলোতে প্রতিদিনই মারা যাচ্ছে গবাদি পশু। আর এ পর্যন্ত সে সংখ্যা প্রায় দেড় শতাধিকেরও বেশি। 
বিক্রেতারা বলেছেন, স্টোরয়েড ওষুধ খায়ানোর ফলে মারা গেছে এসব গরু। সরকারি ভাবে পশু হাট গুলোতে বসানো মেডিকেল টিম কোনো কাজ না করে অলস সময় কাটাচ্ছে। এ পর্যন্ত কোনো গরু মারা যায়নি বলে তাদের দাবি। আর কৃত্রিম ভাবে মোটা গরু শনাক্ত করার উপায় তাদের কাছে নেই বলে জানানা। ফলে সাধারণ মানুষের জন্য কোনো কাজেই আসছে না মেডিকেল কার্যক্রম।
মোটা গরুর প্রতি ক্রেতা আকর্ষণে চেষ্টার কমতি নেই বিক্রেতাদের। কেউ কেউ মোটা গরুর গায়ে কুলিং পাউডার মাখিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া