adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারিনের নির্বাসনের নেপথ্যের কারণ

সুনিল নারিনস্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির পর পর দুই ম্যাচে সুনিল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় আজ (শনিবার) ফাইনালে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে পারছেন না। তবে এর নেপথ্যে নাকি ভারতের হাত রয়েছে বলে মনে করেন ক্যারিবিয়ান ক্রিকেট কর্তারা। এসবের পেছনে অবশ্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা। এক ক্যারিবিয়ান ক্রিকেট কর্তা তো বলেই ফেললেন, ভারতের কন্ডিশনে নারিনের সাফল্য দেখে কলকাতা নাইট রাইডার্স উচ্ছ্বসিত হলেও ভয় পাচ্ছে ভারতের ক্রিকেট কর্তারা। আগামী দিনে নারিন ভারতীয় ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি হতে চলেছে। তাই তাকে এড়াতে চাইছে ভারত! চ্যাম্পিয়ন্স লিগে নির্বাসিত হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাঁধা নেই নারিনের। তাই  আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে চলা ভারত- ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশ নিতে পারবেন তিনি। শেষ তিনটি আইপিএলের দুটিতেই চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের দলের এমন নজরকাড়া সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সুনীল নারিনের। চলমান  চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ফর্মে আছেন তিনি। কিন্তু ফাইনাল মিস করায় মর্মাহত নারিন। মর্মাহত তার ভক্তরাও।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া