adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই যুগে নাট্যকেন্দ্র

বিনোদন ডেস্ক: ১৯৯০ সালের ১১ অক্টোবর। ওইদিন দেশীয় মঞ্চনাটকে যুক্ত হয় নতুন পালক। নাম নাট্যকেন্দ্র। নেতৃত্বে তারিক আনাম খান। ছিলেন ঝুনা চৌধুরী, নাহিদ ফেরদৌস ও অনেকেই। পরবর্তীতে একে একে যোগ দিয়েছেন তৌকীর আহমেদ, জাহিদ হাসান, ইকবাল বাবু, সফিক সাদেকী, গোলাম মোস্তফা, অভিক রায়হান, মোশাররফ করিমের মতো অভিনেতারা। মঞ্চনাটকের এই দলটি প্রথম প্রযোজনা ‘বিচ্ছু’ দিয়েই দারুণ সাড়া ফেলে। এ ছাড়া তাদের তুঘলক, সুখ, জেরা, হয়বদন, ক্রসিবল, আরজ চরিতামৃত, প্রতিসরণ, প্রজাপতি, ডালিমকুমার, মৃত মানুষের ছায়া ও দুই যে ছিলো এক চাকর নাটকগুলো বেশ জনপ্রিয়। নাট্যকেন্দ্রের সর্বশেষ প্রযোজনা ‘দুই যে ছিলো এক চাকর’ লেখা হয়েছে ইতালিয়ান নাট্যকার কার্লো গোলডোনির ‘দ্য সার্ভেন্ট অব টু মাস্টারস’ অবলম্বনে। রূপান্তর ও নির্দেশনায় তারিক আনাম খান। ইতিমধ্যে নাটকটি নিয়ে ২৭টি দেশ ঘুরেছে নাট্যকেন্দ্র। দুই যুগ পূর্তির দিনেও রয়েছে এর প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে আগামী ১০ ও ১১ অক্টোবর পরপর দুই দিন থাকছে ‘দুই যে ছিলো এক চাকর’। ১১ অক্টোবর বিকেলে শিল্পকলায় একাডেমিতে নাট্যকেন্দ্র দেখাবে সঙযাত্রা। টাঙ্গাইলের বড় বাসালিয়া ডিজিটাল বাদাইম্যা সঙযাত্রা দলের এই পরিবেশনা সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া