adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম

ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রামের রেল লাইনের মিরসরাইয়ের চিনকী আস্তানায় একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।  আজ সকাল  আটটায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চিনকী আস্তানা রেল স্টেশনের কর্মকর্তা (মাস্টার) রাজ কুমার জানান, সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা মহানগর প্রভাতী সকাল সাড়ে আটটায় চিনকী আস্তানা রেল স্টেশনের সিঙ্গেল লাইনে প্রবেশ করতে দুর্ঘটনায় কবলিত হয়। এসময় ট্রেনের পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানান তিনি। এছাড়া লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের পূর্বে ঢাকা-চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করলে চলাচল স্বাভাবিক হবে। চট্টগ্রাম জোনের জিআরপি পুলিশের (রেলওয়ে পুলিশ) ওসি ইয়াছিন ফারুক জানান, চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে। এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের ততপরতা চালাবেন। এদিকে মহানগর ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া