adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিবন্ধন ছাড়া সিম বিক্রি করলে মোবাইল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা

ছবি : সংগৃহীতনিজস্ব প্রতিবেদক : ভুয়া ও নিবন্ধন ছাড়া সিমকার্ড বিক্রি করলেই মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের পদক্ষেপ নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধে মোবাইল কোম্পানিগুলোকে বলা হয়েছে- ভুয়া নম্বর যেন না দেওয়া হয়।  মন্ত্রী বলেন, আর নিবন্ধন ছাড়া কোনো নম্বরও যেন না দেওয়া হয়। যদি দেওয়া হয়, তাহলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমির হোসেন আমু বলেন, ভুয়া নম্বর থেকে ফোন করে বর্তমানে চাঁদাজির ঘটনা ঘটছে। দেশের বাইরে সহজে কেউ মিস পায় না। আমাদের দেশেও সে আইন রয়েছে। ভোটার আইডিসহ অন্যান্য কাজগপত্র নিয়ে সিমকার্ড বিক্রি করতে হবে।
মোবাইল ব্যাংকিং, বৈঠক শেষে মন্ত্রী আমির হোসেন আমু বলেন, মোবাইল ব্যাংকিংয়ে কত টাকা পাঠানো যাবে আর যাবে না, তা নির্ধারিত হতে হবে। কত টাকা পর্যন্ত এর লিমিট থাকবে তা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া