adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমএলএসের সবচেয়ে দামি খেলোয়াড় কাকা

ব্রাজিলের খেলোয়াড় কাকাক্রীড়া ডেস্ক : অর্লান্ডো সিটি। আমেরিকার মেজর লিগ সকারের নতুন দল। ২০১৫ সাল থেকে লিগে নতুন দল হিসেবে যোগ দেবে তারা। এই দলে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় কাকা। রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন তারকাকে দলে ভেড়াতে ৭ মিলিয়ন ডলার গুণতে হয়েছে ক্লাবটিকে। তা ছাড়া কাকার মূল বেতন ধরা হয়েছে ৬.৬ মিলিয়ন ডলার। অন্যান্য সুবিধা মিলিয়ে ৭.১ মিলিয়ন ডলার পাবেন তিনি। যা তাকে মেজর লিগ সকারের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে।
এর আগে লিগের সর্বোচ্চ বেতনভূক্ত খেলোয়াড় ছিলেন ক্লিন্ট ডেমসি। তিনি ৬.৬১ মিলিয়ন ডলার পেতেন। কাকা তাকে ছাড়িয়ে ৭.১ মিলিয়ন ডলার পাবেন। যা মেজর লিগ সকারের নতুন একটি রেকর্ড।
কাকা রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলানে যোগ দেন। সেখান থেকে যোগ দেন অর্লান্ডো সিটিতে। বর্তমানে তিনি ধারে খেলছেন সাও পাওলোর হয়ে।
এমএলএসের সর্বোচ্চ বেতনভূক্ত খেলোয়াড়রা
খেলোয়াড়ের নাম            প্রাপ্য বেতন (মিলিয়ন ডলারে)
কাকা                             ৭.১ মি.
ক্লিন্ট ডেম্পসি                   ৬.৬২ মি.
মিশেল বার্দি                     ৬.৩০ মি.
জেরমো ডিফোয়ি               ৬.১৪ মি.
ল্যান্ডন ডনোভন                ৪.৫২ মি.
থিয়েরি অঁরি                     ৪.৩১ মি.                        

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া